আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপদেষ্টা শারমীন এস মুরশিদের ছবির জায়গায় ছবি দেওয়া নিখোঁজ শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আজ বুধবার মো. আলিফ নামে চার বছরের ওই শিশুকে উদ্ধার করা হয়।

‘মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপদেষ্টার ছবির জায়গায় কেন শিশুর ছবি’ শিরোনামে ২৬ মে অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। মূলত আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবসে (২৫ মে) সচেতনতা তৈরিতেই মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল। শিশুটি ২৩ মে দুপুরে টঙ্গী থেকে নিখোঁজ হয়।

আলিফকে আজ সকালে উদ্ধার করা হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন গাজীপুরের টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো.

বায়েজীদ নেওয়াজ। এ সময় শিশুটির পরিবার এবং ‘অ্যামবার অ্যালার্ট ফর বাংলাদেশ’-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই বায়েজীদ বলেন, ২৩ মে শিশুটির বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে খবর আসতে থাকে। পুলিশ প্রতিটি তথ্যের ভিত্তিতে খোঁজ নেয়। একপর্যায়ে আশুলিয়ায় তহমিনা নামের এক নারীর বাসায় যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অভিযুক্ত ব্যক্তিদের গতিবিধি অনুমান করে ঝিনাইদহে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

আটক ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, এই নারী ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নেন। সহযোগীদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে শিশু চুরি করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেন।

শিশুটির বাবা মো. কাসেম প্রথম আলোকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমরা ফেসবুক থাইকা আলিফের খোঁজ পাইছি। কিন্তু আমার ছেলেরে লইয়া ওরা আশুলিয়া থাইকা ভাইগা যায়। পরে ওই মহিলার (অপহরণকারী) বড় ছেলেরে পুলিশ ধরছে। সেই লোকের কথাতে পুলিশ ভাইদের সাথে আমরা রাইতে কালীগঞ্জে গেছি। সকালে ওরাও গাড়ি থেকে নামছে, আর আমরাও ধইরালাইছি।’

একমাত্র ছেলেকে ফেরত পাওয়ায় বাংলাদেশ পুলিশ ও অ্যামবার অ্যালার্ট ফর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান আলিফের বাবা।

আলিফের বাবা, প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, ২৩ মে টঙ্গীর ছোটবাজার এলাকার এরশাদ নগরে একটি দোকানের সামনে থেকে ওই নারী আলিফকে নিয়ে আশুলিয়ায় নিজের বাসায় যান। সেখানে শিশুটিকে নিজের ছেলে দাবি করলেও আশপাশের মানুষের সন্দেহ হয়। এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন।

তথ্য পেয়ে পুলিশের একজন এসআই সেখানে গেলেও ওই নারীর সঙ্গে কথা বলে সন্দেহ না হলে তিনি ফিরে যান। পরে একজন শিক্ষার্থী জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির টোল ফ্রি নম্বর ১৩২১৯-এ ফোন করলে পুলিশ আবার অভিযান চালায়।

বিশ্বের বিভিন্ন দেশে নিখোঁজ শিশু খোঁজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘অ্যামবার অ্যালার্ট’ পদ্ধতি। কোনো শিশু হারিয়ে গেলে বা অপহৃত হলে এর মাধ্যমে তৎক্ষণাৎ ওই এলাকার বাসিন্দাদের মোবাইলে জরুরি বার্তা চলে যায়। ফলে শিশুটিকে খুঁজে পাওয়া সহজ হয়।

বাবা মো. কাসেমের কোলে শিশু মো. আলিফ। উদ্ধার অভিযানে থাকা পুলিশ কর্মকতাদের একজন (বাঁয়ে) ও ‘অ্যামবার অ্যালার্ট ফর বাংলাদেশ’–এর উদ্যোক্তা সাদাত রহমান (ডানে)

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য মব র অ য ল র ট

এছাড়াও পড়ুন:

কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮৯তম একাডেমিক কাউন্সিল মিটিংয়ে সার্বিকভাবে আসন সংখ্যা কমানোসহ অর্গানোগ্রামে আরো ১৮টি নতুন বিভাগের অন্তর্ভুক্তি, চারটি ইনস্টিটিউট চালু এবং ১২টি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর সুপারিশ করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

ল্যাবভিত্তিক বিভাগগুলোতে আসন সংখ্যা ৪০টি এবং ল্যাববিহীন বিভাগগুলোতে ৫০টি আসন রাখার সুপারিশ করা হয়েছে। নতুন ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো হলো—পরিবেশ বিজ্ঞান বিভাগ, জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ এবং জৈবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো হলো—সমাজবিজ্ঞান বিভাগ, জনসংখ্যা বিজ্ঞান বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। কলা ও মানবিক অনুষদভুক্ত গুলো হলো—ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগ, ইতিহাস বিভাগ এবং দর্শন বিভাগ। ব্যবসায় অনুষদভুক্ত বিভাগগুলো হলো— পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ, ব্যবসায়িক তথ্যবিজ্ঞান বিভাগ, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ এবং লজিস্টিক ও মার্চেন্ডাইজিং বিভাগ। প্রকৌশল অনুষদভুক্ত বিভাগগুলো হলো— বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, রাসায়নিক প্রকৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ এবং যন্ত্রকৌশল বিভাগ। আইন অনুষদভুক্ত বিভাগটি হলো— অপরাধবিদ্যা বিভাগ। 

পাশাপাশি চারটি ইনস্টিটিউট গঠনের সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো—আধুনিক ভাষা ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নত গবেষণা কেন্দ্র এবং একাডেমিক মান বৃদ্ধি কেন্দ্র। এগুলোর গঠন কাঠামোও সুপারিশ করা হয়েছে। 

এর মধ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের জন্য পরিচালক হিসেবে একজন অধ্যাপক, নিয়মিত অধ্যাপক দুইজন, তিনজন সহযোগী অধ্যাপক, সেকশন অফিসার বা ম্যানেজার একজন, প্রশাসনিক কর্মকর্তা একজন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট একজন, অফিস সহায়ক দুইজন এবং একজন ক্লিনার। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নত গবেষণা কেন্দ্র এবং একাডেমিক মান বৃদ্ধি কেন্দ্রের জন্য পরিচালক হিসেবে একজন অধ্যাপক, একজন অতিথি অধ্যাপক, অতিরিক্ত পরিচালক হিসেবে একজন অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক, সেকশন অফিসার অথবা ম্যানেজার হিসেবে একজন, প্রশাসনিক কর্মকর্তা একজন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট একজন, অফিস সহায়ক দুইজন এবং ক্লিনার একজন। 

১২টি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর প্রস্তাব করা হয়েছে। প্রতিটি বিভাগে ন্যূনতম ২৬ জন করে শিক্ষক রাখার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, “আমরা মিটিংয়ে এগুলো সুপারিশ করেছি। অর্গানোগ্রাম অনুসারে বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের জন্য ছাড়পত্র চায়, তারপর কমিশন (ইউজিসি) যদি অনুমোদন দেয়, তখন সেটা অর্গানাগ্রামে যুক্ত হয়। অর্গানোগ্রামে থাকলেই যে বিভাগ হয়ে যাবে, এমন না। একটা অনুমোদন দিয়ে রাখে। এই অনুমোদনের আলোকে আবার যখন দরখাস্ত দেওয়া হয়, তখন কমিশন বসে সিদ্ধান্ত নেবে।”

তিনি আরো বলেন, “ইউজিসি আমাদের নির্দেশনা দিয়েছে আসন সংখ্যা কমাতে, যাতে কোয়ালিটি এডুকেশনের নিশ্চিত হয়। তারা ল্যাববেজড বিভাগের জন্য ৪০টি আসন এবং ল্যাববিহীন বিভাগের জন্য ৫০টি আসন বরাদ্দ দেওয়ার নির্দেশনা দিয়েছে।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেছেন, “অনেকগুলো সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তবে, এখনই না দেখে বলা যাচ্ছে না। রেজ্যুলেশন পাস হলে বিস্তারিত বলতে পারব।”

ঢাকা/এমদাদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান
  • জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড
  • মহানবী (সা.)–এর ইন্তেকালের পরে শাসন নিয়ে যা ঘটেছে
  • কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ