ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদ স্বেচ্ছামৃত্যুর অধিকারবিষয়ক একটি বিল অনুমোদন দিয়েছে। এ পদক্ষেপকে দেশটিতে সংশ্লিষ্ট আইন পাসের দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার জাতীয় পরিষদে এক ভোটাভুটিতে ৩০৫ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ১৯৯ জন।

নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একজন রোগী নিজে বা চিকিৎসা সহায়তাকারীর মাধ্যমে তাঁর জীবনের অবসান ঘটানোর অনুমতি পাবেন—এমন প্রস্তাব রাখা হয়েছে বিলটিতে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বিলে সমর্থন দিয়েছেন। যদিও রক্ষণশীল কয়েকটি গোষ্ঠী বিলটি নিয়ে আপত্তি তুলেছে।

গতকাল মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদের ৩০৫ আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ১৯৯ জন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিলটিতে অনুমোদন দেওয়ার প্রশংসা করে একে ভ্রাতৃত্বের চেতনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন মাখোঁ।

মাখোঁ পোস্টে লেখেন, ‘প্যালিয়েটিভ কেয়ার (রোগীর যন্ত্রণাহীন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা) ও সহায়তার মাধ্যমে মৃত্যুবিষয়ক আইন উন্নয়নের প্রস্তাবে জাতীয় পরিষদের ভোট এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

পরবর্তী আলোচনার জন্য বিলটি এখন আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। ফ্রান্সের দীর্ঘ ও জটিল পার্লামেন্টারি প্রক্রিয়ার কারণে এ বিলের ওপর চূড়ান্ত ভোটের সময় নির্ধারণে কয়েক মাস লাগতে পারে। তবে উভয় কক্ষ একমত হতে না পারলে সিনেটকে উপেক্ষা করে জাতীয় পরিষদ নিজেই কোনো বিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে।

তবে আইন পাসের প্রক্রিয়া যত জটিল বা সময়সাপেক্ষই হোক, বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, জরিপে দেখা গেছে, ফ্রান্সের ৯০ শতাংশের বেশি মানুষ এমন আইনকে সমর্থন করেন, যা মারাত্মক অসুস্থ বা দীর্ঘস্থায়ী যন্ত্রণায় ভোগা রোগীদের স্বেচ্ছামৃত্যুর অধিকার দেয়।

প্যালিয়েটিভ কেয়ার (রোগীর যন্ত্রণাহীন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা) ও সহায়তার মাধ্যমে মৃত্যুবিষয়ক আইন উন্নয়নের প্রস্তাবে জাতীয় পরিষদের ভোট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এমানুয়েল মাখোঁ, ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রস্তাবিত বিলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সহায়তাপূর্ণ মৃত্যু ঘটাতে প্রাণঘাতী ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়ার কথা রয়েছে। শর্তপূরণ সাপেক্ষে কোনো রোগী নিজে থেকে ওষুধ নিতে বা যদি শারীরিক অবস্থার কারণে নিজে নিতে না পারেন, তবে চিকিৎসক বা নার্সের সাহায্য নিতে পারবেন।

স্বেচ্ছামৃত্যুর অধিকার পেতে রোগীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপর এবং তাঁকে ফ্রান্সের নাগরিক বা ফ্রান্সে বসবাসকারী হতে হবে বলে বিলে উল্লেখ করা আছে।

এ ছাড়া শর্তে বলা আছে, পেশাদার একদল চিকিৎসাকর্মীকে এটা নিশ্চিত করতে হবে যে রোগীর অবস্থা গুরুতর, তিনি রোগের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন, চিকিৎসায় রোগ ভালো হওয়ার আর আশা নেই, চিকিৎসা না থাকায় রোগী অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন এবং সম্পূর্ণ স্বেচ্ছায় প্রাণঘাতী ওষুধ গ্রহণ করতে চাইছেন।

রোগী গুরুতর মানসিক রোগে আক্রান্ত ও আলঝেইমারের মতো স্নায়ুক্ষয়জনিত ব্যাধিতে ভোগা ব্যক্তিরা এ আইনের আওতায় যোগ্য বলে বিবেচিত হবেন না। তাই এ ধরনের ব্যক্তিরা স্বেচ্ছামৃত্যুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না।

প্রস্তাবিত বিলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সহায়তাপূর্ণ মৃত্যু নির্ধারণ করতে প্রাণঘাতী ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। শর্তপূরণ সাপেক্ষে কোনো রোগী নিজে থেকে ওষুধ নিতে পারেন অথবা যদি শারীরিক অবস্থার কারণে একা নিতে না পারেন, তবে চিকিৎসক বা নার্সের সাহায্য নিতে পারবেন।

স্বেচ্ছামৃত্যুর জন্য একজন ব্যক্তি নিজেই প্রাণঘাতী ওষুধ পাওয়ার অনুরোধ করবেন এবং এ বিষয়ে ভাবনাচিন্তার জন্য নির্ধারিত সময় পার হলে অনুরোধ পুনরায় নিশ্চিত করবেন।

অনুমোদন পাওয়া গেলে একজন চিকিৎসক ব্যবস্থাপত্রে প্রাণঘাতী ওষুধ দেবেন, যা বাসা, নার্সিং হোম বা কোনো চিকিৎসাপ্রতিষ্ঠানে গ্রহণ করা যাবে।

আরও পড়ুনঅসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিলেন যুক্তরাজ্যের আইনপ্রণেতারা২৯ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন শ চ ত কর প রস ত ব পদক ষ প র অন ম

এছাড়াও পড়ুন:

 বলয় নাটকের জোড়া মঞ্চায়ন

বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের ৪০ তম প্রযোজনা নাটক বলয়। নাটকটির জোড়া মঞ্চায়ন হবে   আগামী  ২৯ ও ৩০ মে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ মহিলা সমিতি হলে সন্ধ্যা ৭ টায়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন  মোকাদ্দেম মোরশেদ। 

বলয়ের কাহিনী গড়ে উঠেছে বৃত্তে আবদ্ধ মানব সত্ত্বার বৃত্ত ভাঙ্গার আকুতি এবং বাস্তবতার টানাপোড়েনকে ঘিরে।  নাটক টির কেন্দ্রীয় চরিত্র ত্রয় যথাক্রমে একজন রাজনীতি বিদ, একজন বিজ্ঞান চিন্তক এবং একজন আধ্যাত্ম তাত্ত্বিক। প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতা বলেই প্রতিষ্ঠিত, সমাজ সংসারে আদৃত কিন্তু অন্তরাত্মায় একঘেয়েমির যাতাকলে নিষ্পেষিত। 

নিষ্পেষণের সর্বগ্রাসী দাবানল থেকে শীতল হতে, অন্তঃসারশূন্যতা থেকে সমৃদ্ধি  পেতে, শৃঙ্খলের গণ্ডি থেকে মুক্তি পেতে চরিত্র ত্রয়  একত্রিত হয় মনবিশ্লেষকের কাছে যথোপযুক্ত কাউন্সিলিং পেতে। সত্যিকার কাউন্সিলিং কি তারা পায়! সামাজিক -আর্থিক-রাজনৈতিক-আধ্যাত্মিক বলয় থেকে সত্যিই কি তাদের দিশা মেলে! যুক্তি - তর্ক-আস্থা-অনাস্থার খণ্ডন - বিখণ্ডের মাঝে দাঁড়িয়ে বলয় থেকে  নতুন বলয়ে প্রত্যাবর্তন নাকি স্ববলয়ে থেকে নিরন্তন অর্ন্তদহন এরকম অসংখ্য মানবাত্মার আকুতির দৃশ্য কল্পের রূপায়নের নাটক বলয়।

নাট্যকার নির্দেশিত নাটক বলয়ের নির্দশক মোকাদ্দেম মোরশেদ বলেন, পাণ্ডুলিপি সৃজন থেকে নাটক নির্মান পর্যন্ত যাত্রাপথটা বলয় থেকে বলয়ে অবগাহন  এবং উত্তরণ। এই অবগাহন  কখনো সাবলীল  আবার কখনো ঘূর্ণন।  আমাদের দল যেহেতু  অভিনেতা নির্ভর দল ফলে সামগ্রিক  নির্মানে যেমন সংলাপ নির্ভর অভিনয় কে প্রাধান্য দেওয়া হয়েছে  তেমনি নাটকের দ্বান্দ্বিকতার দৃশ্যকল্প আলো- আবহ এবং মঞ্চ সজ্জ্বার বিন্যাসে প্রতিফলিত করা হয়েছে।  থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক এবং প্রযোজনা অধিকর্তা কামরুজ্জামান মিল্লাত বলেন, এস এম সোলায়মানের ভাব ও আদর্শে প্রতিষ্ঠিত নাট্যদল সব সময় নাটকের মধ্যে দিয়ে  মানুষের কথা মানুষের সামনে বলেছে। নাটক বলয়ে মানব জীবনের সংকটকে চিনে নিয়ে সম্ভাবনার দুয়ার খোলার প্রচেষ্টা অব্যাহত।

নাটকটির আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী,  আবহে সেলিম মাহবুব, নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ্ , সেলিম মাহবুব, হাসনাত প্রদীপ সহ আরো অনেকে। 
বল

সম্পর্কিত নিবন্ধ

  • ১৭ দিনের ছুটিতে যাচ্ছে রাবি, হল বন্ধ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ
  • আপস করে তো ভিতু মানুষ, আপস করে তো মেরুদণ্ডহীন প্রাণী: হুমায়ুন ফরীদি
  • চট্টগ্রামে ছাত্র জোটের কর্মসূচিতে হামলার মামলার এক আসামির জামিন
  • ‘ব্যবসায় বাজিমাত’ শুধু গান নয়, এটি ডিজিটাল মার্কেটিংয়ের জোরালো বার্তা
  • মস্কো থেকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • বাংলাদেশ ব্যাংকে ‘আয়নাবাজি’
  • বাংলাদেশ ব্যাংকে আয়নাবাজি
  • ভুয়া নিয়োগে একযুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি
  •  বলয় নাটকের জোড়া মঞ্চায়ন