নাশকতার মামলায় জামিন, জেলগেটে আবারও গ্রেপ্তার আ.লীগ নেতা
Published: 30th, May 2025 GMT
সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল আলম রেজা নাশকতার মামলায় জামিন পেলেও তাঁকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এ ঘটনা ঘটে।
উচ্চ আদালতের আদেশে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আদালত থেকে শুক্রবার বিকেলে জামিন পান হেদায়েতুল আলম। এর পর জেলগেট থেকে বের হওয়ার পর আবারও গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কোন মামলায় নতুন করে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে, সন্ধ্যা পর্যন্ত তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক এ এস এম কামরুল হাসান জানান, হেদায়েতুল আলম জামিন পেয়ে জেলগেট থেকে বের হওয়ার পর আবারও তাঁকে পুলিশ ধরেছে বলে শুনেছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁকে কারাগারে পাঠানো হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সুপার মো.
হেদায়েতুল আলমকে হাটিকুমরুল হাইওয়ে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ, সলঙ্গা থানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে গত ২ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। ঈদুল ফিতরের পরদিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এলে ভাইয়ের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সদর থানার বর্তমান ওসি মোখলেসুর রহমান যখন সলঙ্গা থানার ওসির দায়িত্ব ছিলেন, সেই সময় ধরা পড়েন হেদায়েতুল আলম।
উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ হ দ য় ত ল আলম গ র প ত র কর সলঙ গ
এছাড়াও পড়ুন:
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–