নাটোরের বড়াইগ্রামে জোড়া মাথার দুই মৃত কন্যাশিশু প্রসব করেছেন  জরুফা খাতুন (২৪) নামে এক নারী। শুক্রবার (৩০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বনপাড়া আমেনা হাসপাতালে তিনি শিশু দুইটি প্রসব করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের কৃষক সুমন আলীর স্ত্রী জরুফা খাতুন গতকাল বৃহস্পতিবার বিকেলে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে আলট্রাসনোগ্রাফি করা হলে চিকিৎসক জানান গর্ভে জমজ শিশু রয়েছে।

শুক্রবার প্রসব বেদনা উঠলে নরমাল ডেলিভারিতে জোড়া মাথার মৃত দুই কন্যাশিশু প্রসব করেন জরুফা খাতুন। এসময় শিশুদের চারটি হাত, চারটি পা এবং দুইটি মাথাযুক্ত অবস্থায় দেখা যায়।

আরো পড়ুন:

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার পরদিন থেকেই অনুপস্থিত চিকিৎসক

ময়মনসিংহে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ৩

মারা যাওয়া নবজাতকদের মা জরুফা বলেন, গর্ভবতী হওয়ার সাত মাস ২৮ দিন পর তিনি সন্তান প্রসব করলেন। প্রসবের কিছুক্ষণ আগেই দুই সন্তানের মৃত্যু হয়। তার ৭ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

আমেনা হাসপাতালের চেয়ারম্যান ডা.

আনছারুল হক জানান, এমন জোড়া লাগানো শিশুর জন্ম হয় তা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। জীবিত থাকলে তাদের আলাদা করার সুযোগ থাকত।  ইমম্যাচিউরড (অপরিপক্ক) থাকায় মৃত অবস্থায় জন্ম হয় শিশু দুইটির।

ঢাকা/আরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ