সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজবোডে আগুন লেগেছে। শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে  উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় ‌‘রাহবার’ নামে হাউজবোটটিতে আগুন লাগে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার দিনে ঢাকা থেকে ১০জন পর্যটক নিয়ে ‘রাহবার’ নামের হাউজবোটটি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ যায়। সেটি সন্ধ্যায় নিলাদ্রী লেকপাড় এলাকায় যায়। রাত ৮টার দিকে হাউজবোটটিতে আগুন লাগে।

এসময় হাউজবোটে থাকা সবাই অন্য একটি নৌকায় আশ্রয় নেন। মূহুর্তের মধ্যে পুরো হাউজবোটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাহিরপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে দম্পতি আহত

তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “রাত ৮টা ১৫ মিনিটের দিকে আমরা হাউজবোটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা এতো বেশি ছিল, নৌকা পুরোটাই পুড়ে গেছে। আশার কথা হলো- এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।” 

তিনি আরো বলেন, “অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।” 

ঢাকা/মনোয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর যটক আগ ন আগ ন ল গ

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ