সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজবোডে আগুন লেগেছে। শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় ‘রাহবার’ নামে হাউজবোটটিতে আগুন লাগে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার দিনে ঢাকা থেকে ১০জন পর্যটক নিয়ে ‘রাহবার’ নামের হাউজবোটটি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ যায়। সেটি সন্ধ্যায় নিলাদ্রী লেকপাড় এলাকায় যায়। রাত ৮টার দিকে হাউজবোটটিতে আগুন লাগে।
এসময় হাউজবোটে থাকা সবাই অন্য একটি নৌকায় আশ্রয় নেন। মূহুর্তের মধ্যে পুরো হাউজবোটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাহিরপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন:
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে দম্পতি আহত
তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “রাত ৮টা ১৫ মিনিটের দিকে আমরা হাউজবোটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা এতো বেশি ছিল, নৌকা পুরোটাই পুড়ে গেছে। আশার কথা হলো- এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
তিনি আরো বলেন, “অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর যটক আগ ন আগ ন ল গ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন