পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ ও আনন্দের এক পবিত্র উৎসব। এই দিনে কোরবানি বা কোরবানি হলো হজরত ইবরাহিম (আ.)–এর ত্যাগের স্মারক এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু আর্থিক সংকটে থাকা অনেক মানুষের মনে প্রশ্ন জাগে, যদি কোরবানির জন্য পর্যাপ্ত অর্থ না থাকে, তাহলে কি ঋণ নিয়ে কোরবানি করা যাবে? এই কোরবানি কি বৈধ হবে, নাকি নিজের অর্থ দিয়েই এটি করতে হবে?
কোরবানি সুন্নাহ
ইসলামে কোরবানি একটি সুন্নত। এটি শুধু তাঁদের জন্য প্রযোজ্য, যাঁদের আর্থিক সামর্থ্য রয়েছে। বিধান হিসেবে বলা যায়, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, সাবালক মুসলিম যদি কোরবানি ঈদের তিন দিন (১০ জিলহজ সকাল থেকে ১২ জিলহজ সূর্যাস্তের আগপর্যন্ত) জাকাত পরিমাণ সম্পদের মালিক (সাড়ে ৭ ভরি সোনা বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর যেকোনো একটির মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক) থাকেন বা হন, তাঁর জন্য কোরবানি করা ওয়াজিব। (আলমুহিতুল বুরহানি ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫)
কোরবানির জন্য ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঋণ নিয়ে কোরবানি দেওয়া নিষিদ্ধ না হলেও এটি করার কোনো বাধ্যবাধকতা নেই এবং এটি উৎসাহিতও করা হয় না।এর মানে সামর্থ্য থাকলেও দিতে হবে, এমন বাধ্যতামূলক নয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)
আরও পড়ুনজিলহজ মাসের আমল ও কোরবানির ইতিহাস০৭ জুন ২০২৪ফিকহের জবাব
আল–আজহার বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ফিকহের অধ্যাপক ড.
যদি কেউ ঋণ নিয়ে কোরবানি দেন এবং তা শরিয়াহ অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন করেন (যেমন নির্দিষ্ট সময়ে, শর্ত সাপেক্ষে পশু জবাই করা), তবে তা বৈধ হবে। তবে এটি করার আগে নিজের আর্থিক অবস্থা ও ঋণ পরিশোধের সামর্থ্য বিবেচনা করা জরুরি। ঋণের কারণে যদি ভবিষ্যতে আর্থিক–সংকট বা মানসিক চাপ সৃষ্টি হয়, তবে তা ইসলামের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
সূত্র: অ্যাবাউট ইসলাম ডটনেট
আরও পড়ুনকাবা শরিফ মার্বেল পাথরের অপূর্ব কাহিনি১৯ সেপ্টেম্বর ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঋণ ন য় আল ল হ আর থ ক ইসল ম
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ