জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর। বর্তমানে জেমিনি চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লেখার সুযোগ পাওয়া গেলেও এবার আকারে বড় ই-মেইলের সারসংক্ষেপও জানার সুযোগ মিলবে। নতুন এ সুবিধা চালুর জন্য এরই মধ্যে জিমেইল হালনাগাদ করেছে গুগল।

এক ঘোষণায় গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে ই–মেইলের শুরুতেই একটি সামারি কার্ড দেখা যাবে। যাতে ই–মেইলের মূল বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করা হবে। এ জন্য ব্যবহারকারীকে আলাদা করে কোনো বাটনে ক্লিক করতে হবে না। দীর্ঘ ই–মেইলের মূল বক্তব্য বোঝার সুবিধা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যবহারকারী ইচ্ছা করলে আগের মতো নিজে থেকেই সারসংক্ষেপ দেখার বিকল্প বেছে নিতে পারবেন।

২০২৩ সালে জেমিনিকে প্রথম যুক্ত করা হয় জিমেইলের সাইড প্যানেলে। তখন থেকেই এটি ব্যবহার করে খসড়া ই–মেইল লেখা, সাজেস্টেড রেসপন্স ও ই–মেইল থ্রেডের সারাংশ তৈরি করার মতো কাজ করা হতো। নতুন এ হালনাগাদের মাধ্যমে জেমিনির সাহায্য পুরো ই–মেইল না পড়েই গুরুত্বপূর্ণ সব তথ্য জানা যাবে।

গুগলের তথ্যমতে, সারসংক্ষেপে প্রতিটি ই–মেইলের মূল বক্তব্য তুলে ধরা হবে। থ্রেডে নতুন কোনো উত্তর যোগ হলে সেই অনুযায়ী সারাংশটিও স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। সুবিধাটি প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষায় লেখা ই–মেইলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। জিমেইলের সেটিংসে গিয়ে ‘স্মার্ট ফিচারস’ বিভাগের মাধ্যমে সুবিধাটি চালু বা বন্ধ করতে হবে।

সূত্র: টেক ক্র্যান্চ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ