ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাই।

আজ রোববার ভোর পাঁচটার দিকে দাউদকান্দির বারপাড়া এলাকায় ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যানের চাকা ফেটে সেটি মহাসড়কে আড়াআড়িভাবে আটকে পড়ে। একই সময়ে পেছনে থাকা আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একইভাবে আড়াআড়ি হয়ে যায়। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টা পর্যন্ত এলাকায় যানজট অব্যাহত ছিল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ যাতায়াত করেন। একসঙ্গে বিপুলসংখ্যক যানবাহন চলাচলের কারণে এখানে প্রায়ই যানজট তৈরি হয় বলে জানিয়েছেন চালকেরা।

সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দির শহীদনগর এলাকায় আটকে থাকা ইউনিক পরিবহনের বাসচালক বিল্লাল হোসেন বলেন, সকাল ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে পৌনে সাতটায় ভবেরচর এলাকায় যানজটে পড়ি। এরপর ১৮ কিলোমিটার যেতে সময় লেগেছে পৌনে ৩ ঘণ্টা। বাসের যাত্রী মোস্তাক আহমেদ বলেন, যানজট আর তীব্র গরমে বাসের যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। কখন এই দুর্ভোগ শেষ হবে, তা কেউ জানে না।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় রেকার এনে কাভার্ড ভ্যান দুটি সরিয়ে নেওয়া হয়। তবে কিছু চালক উল্টো পথে গাড়ি চালানোর চেষ্টা করায় যানজট আরও তীব্র হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ উদক ন দ এল ক য় য নজট

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ