পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহজুড়ে ওয়ালটনের নানা আয়োজন
Published: 1st, June 2025 GMT
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এরইমধ্যে কোম্পানির এনভায়রনমেন্ট, হেল্থ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের উদ্যোগে ওয়ালটন হেডকোয়ার্টার্সের আয়োজনে স্থানীয় বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে সচেতনতামূলক অনুষ্ঠান। এছাড়া, র্যালি, আলোচনা সভা, প্রশক্ষিণ প্রদানের মতো কর্মসূচি পালন করা হবে।
কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন সবসময়ই দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। ওয়ালটন পরিবেশ সংরক্ষণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ওয়ালটন কারখানার অভ্যন্তরে পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কমিউনিটিতেও বিভিন্ন বিষয় সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন হেডকোয়ার্টার্সের পার্শ্ববর্তী বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ দিবস উপলক্ষে এবারের স্লোগান "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়।
সেখানে ওয়ালটনের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী শুভেচ্ছা বক্তব্যে বলেন “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাই এই প্রজম্নের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপণের বিকল্প নাই। আর এই বৃক্ষ রোপণের পাশাপাশি আমাদের প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। কারণ পরিবেশের মূল তিনটি উপাদানই পাষ্টিকের মাধ্যমে দূষিত হয়, যার সম্পূর্ণ প্রভাব পড়ে মানব দেহে।”
এ সময় ওয়ালটনের ইএইচএস বিভাগের বিভাগীয় প্রধান মো.
পরিবেশ সম্পর্কে সবাইকে ছোটবেলা থেকেই সচেতন করতে স্কুলের সব শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক। এছাড়া, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দাতা সদস্য, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ওয়ালটন ইএইচএস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।
নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।
এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।