বাবা হলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জি। রবিবার (১ জুন) কলকাতার বেসরকারি একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পিয়া চক্রবর্তী। মা-ছেলে দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম  
গত বিশ্ব ভালোবাসা দিবসে আগে বাবা-মা হতে যাওয়ার খবর জানান পরমব্রত-পিয়া। জুন মাসের শুরুতে সন্তানের মুখ দেখার সম্ভাব্য তারিখও জানিয়েছিলেন এই দম্পতি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ঘর আলো করে এলো তাদের সন্তান।
পরমব্রতর বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মীদের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। রাইমা সেন ও পরমব্রত একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু। আনন্দিত রাইমা সেন বলেন, “দুর্দান্ত খবর। নতুন মা-বাবা নিশ্চয়ই খুব খুশি। আমার খুবই গর্ব, আনন্দ হচ্ছে। খুব খুশি আমি। ওরা সুখে থাকুক।”
আরো পড়ুন:
মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমার আয় ২৫১ কোটি টাকা!
‘জিনসের নিচে তিনটা প্যান্ট পরে কাঁপছে দেব, আমি স্কার্ট পরেও হেসেছি’
পরমব্রতর স্ত্রী সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০০১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই সংগীতশিল্পী। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। ২০২১ সালের ২৭ নভেম্বর পিয়ার গলায় মালা পরিয়ে সেই গুঞ্জনই বাস্তবে রূপ দেন।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।