শাকিব–নিশোর ছবিতে ভ্রাতৃত্বের বার্তা
Published: 4th, June 2025 GMT
একটি ছবি আর ক্যাপশন ‘ব্রাদার্স’। এক ফ্রেমে শাকিব খান আর আফরান নিশো, কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, গতকাল মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চিত ছবিটি যেন ভক্তদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। শাকিবের ‘তাণ্ডব’-এ নিশো থাকছেন কি না, সেই উত্তরও যেন লুকিয়ে আছে ছবিটির মধ্যেই।
এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা রায়হান রাফীর ‘তাণ্ডব’। ছবির টিজার, পোস্টার, টাইটেল ট্র্যাক আসার পর থেকেই আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সবশেষ গত সোমবার রাতে এসেছে ছবির গান ‘লিচুর বাগানে’। মুক্তির মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গানটির ভিউ ৪ কোটি পূর্ণ হয়েছে। গানটিতে শাকিব ও সাবিলা নূরের রসায়নের প্রশংসা করেছেন ভক্তরা। তবে ‘তাণ্ডব’-এ নিশো থাকছেন কি না, সেটা নিয়ে একটা অনিশ্চয়তাও ছিল দর্শকের মধ্যে।
শাকিব ও নিশোর ভক্তদের মধ্যে ‘ভার্চুয়্যাল যুদ্ধ’ শুরু হয় গত ২৫ মে রাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘তাণ্ডব’-এর অতিথি চরিত্রে দেখা যাবে নিশোকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন জ্বলে উঠতে আর কী চাই! মাঠে নেমে পড়েন হাজারো ‘শাকিবিয়ান’, ফেসবুকে তৈরি হয় একেক পর এক ভিডিও ও পোস্টও। ছিল ‘নিশোইয়ান’ও। যৌক্তিক-অযৌক্তিক সমালোচনা ছাড়িয়ে সেটা চলে যায়, অকথ্য গালাগালি পর্যন্ত।
একসঙ্গে শাহরিয়ার শাকিল, শাকিব খান, আফরান নিশো, রেদওয়ান রনি ও জাবেদ সুলতান। শাহরিয়ার শাকিলের ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’