শাকিব–নিশোর ছবিতে ভ্রাতৃত্বের বার্তা
Published: 4th, June 2025 GMT
একটি ছবি আর ক্যাপশন ‘ব্রাদার্স’। এক ফ্রেমে শাকিব খান আর আফরান নিশো, কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, গতকাল মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চিত ছবিটি যেন ভক্তদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। শাকিবের ‘তাণ্ডব’-এ নিশো থাকছেন কি না, সেই উত্তরও যেন লুকিয়ে আছে ছবিটির মধ্যেই।
এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা রায়হান রাফীর ‘তাণ্ডব’। ছবির টিজার, পোস্টার, টাইটেল ট্র্যাক আসার পর থেকেই আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সবশেষ গত সোমবার রাতে এসেছে ছবির গান ‘লিচুর বাগানে’। মুক্তির মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গানটির ভিউ ৪ কোটি পূর্ণ হয়েছে। গানটিতে শাকিব ও সাবিলা নূরের রসায়নের প্রশংসা করেছেন ভক্তরা। তবে ‘তাণ্ডব’-এ নিশো থাকছেন কি না, সেটা নিয়ে একটা অনিশ্চয়তাও ছিল দর্শকের মধ্যে।
শাকিব ও নিশোর ভক্তদের মধ্যে ‘ভার্চুয়্যাল যুদ্ধ’ শুরু হয় গত ২৫ মে রাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘তাণ্ডব’-এর অতিথি চরিত্রে দেখা যাবে নিশোকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন জ্বলে উঠতে আর কী চাই! মাঠে নেমে পড়েন হাজারো ‘শাকিবিয়ান’, ফেসবুকে তৈরি হয় একেক পর এক ভিডিও ও পোস্টও। ছিল ‘নিশোইয়ান’ও। যৌক্তিক-অযৌক্তিক সমালোচনা ছাড়িয়ে সেটা চলে যায়, অকথ্য গালাগালি পর্যন্ত।
একসঙ্গে শাহরিয়ার শাকিল, শাকিব খান, আফরান নিশো, রেদওয়ান রনি ও জাবেদ সুলতান। শাহরিয়ার শাকিলের ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।