বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর ২১০ ধাপ এগোলেন পাকিস্তানের হারিস
Published: 4th, June 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা পাকিস্তানের মোহাম্মদ হারিস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টির্যাঙ্কিংয়ে ২১০ ধাপ এগিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। একই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৪০-এ নেই।
সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। গত সপ্তাহে ৩৪ নম্বরে থাকা তাওহিদ হৃদয় সাত ধাপ পিছিয়ে ৪১ নম্বরে নেমে গেছেন। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস পিছিয়েছেন এক ধাপ, তাঁর অবস্থান এখন ৫১-এ। সাত ধাপ পিছিয়ে ৬৬ নম্বরে নেমেছেন নাজমুল হোসেন।
তবে বলার মতো এগিয়েছেন পাকিস্তানে ভালো করা দুই ব্যাটসম্যান তানজিদ হাসান ও পারভেজ হোসেন। সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৬ রান ওপেনার তানজিদ ২৮ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারসেরা ৫৩ নম্বরে। শেষ ম্যাচে ৬৬ রান করা আরেক ওপেনার পারভেজ হোসেনও ২৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৫ নম্বরে। তাঁরও এটা ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান। এ ছাড়া তিন ধাপ এগিয়ে ৬৮ নম্বরে উঠেছেন জাকের আলী।
২৮ ধাপ করে এগিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন (বাঁয়ে) ও তানজিদ হাসান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন