বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা পাকিস্তানের মোহাম্মদ হারিস টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টির‍্যাঙ্কিংয়ে ২১০ ধাপ এগিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। একই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৪০-এ নেই।

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। গত সপ্তাহে ৩৪ নম্বরে থাকা তাওহিদ হৃদয় সাত ধাপ পিছিয়ে ৪১ নম্বরে নেমে গেছেন। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস পিছিয়েছেন এক ধাপ, তাঁর অবস্থান এখন ৫১-এ। সাত ধাপ পিছিয়ে ৬৬ নম্বরে নেমেছেন নাজমুল হোসেন।

তবে বলার মতো এগিয়েছেন পাকিস্তানে ভালো করা দুই ব্যাটসম্যান তানজিদ হাসান ও পারভেজ হোসেন। সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৬ রান ওপেনার তানজিদ ২৮ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারসেরা ৫৩ নম্বরে। শেষ ম্যাচে ৬৬ রান করা আরেক ওপেনার পারভেজ হোসেনও ২৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৫ নম্বরে। তাঁরও এটা ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান। এ ছাড়া তিন ধাপ এগিয়ে ৬৮ নম্বরে উঠেছেন জাকের আলী।

২৮ ধাপ করে এগিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন (বাঁয়ে) ও তানজিদ হাসান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন

এছাড়াও পড়ুন:

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ