এআই মানুষকে হাসাতে না পারা পর্যন্ত তা লেখকদের জন্য হুমকি নয়: সালমান রুশদি
Published: 4th, June 2025 GMT
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লেখকদের জন্য তখনই হুমকি হয়ে উঠবে, যখন এটি এমন বই লিখতে পারবে, যা মানুষকে হাসাতে পারবে। গতকাল রোববার যুক্তরাজ্যের ওয়েলসের হে-অন-ওয়াই শহরে হে ফেস্টিভ্যালে তিনি এই মন্তব্য করেছেন।
সালমান রুশদি বলেন, ‘আমি কখনো এআই ব্যবহার করিনি। এমনকি আমি ভাবতেও পছন্দ করি না যে সত্যিই ওটা [এআই] আছে।’
এআইয়ের সমস্যা কী, এমন এক প্রশ্নের জবাবে রুশদি বলেন, ‘এটার নিজস্ব কোনো রসবোধ নেই। আপনি চ্যাটজিপিটির বলা কোনো কৌতুক শুনতে চাইবেন না। যেদিন চ্যাটজিপিটি মজার কোনো বই লিখে ফেলবে, ধরে নিতে হবে সেদিনই আমাদের কপালে শনির ঘণ্টা বেজে গেছে।’
২০২২ সালে নিউইয়র্কে বক্তৃতা দিতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সালমান রুশদি। হামলাকারী ২৭ বছর বয়সী হাদি মাতারকে গত মে মাসে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।