প্রবাস থেকে ফিরে সফল খামারি বাবু মিয়া, পাহারা দেয় বিদেশি কুকুর
Published: 5th, June 2025 GMT
১৪ বছর বয়সে পাসপোর্ট হাতে মালয়েশিয়ার পথে পাড়ি দিয়েছিলেন বাবু মিয়া। তার আগে-পরে পড়াশোনায় খুব একটা মন ছিল না, তবু স্বপ্ন ছিল কিছু একটা করার। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর, সেখান থেকে আবার মালয়েশিয়া-সাফল্য ধরা দেয়নি কোথাও। পরে দীর্ঘ ১০ বছর কাটে ইরাকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন, বিদেশ নয়, নিজের গ্রামেই কিছু করবেন।
বাড়ি ফিরে গাভি দিয়ে শুরু করেন খামার। সময়ের সঙ্গে সেটা পরিণত হয় বড় ষাঁড়ের খামারে। এখন সেই খামারে আছে দেশি-বিদেশি উন্নত জাতের প্রায় ৩০টি ষাঁড়। আর পাহারায় আছে চার চারটি বিদেশি কুকুর।
বাবু মিয়ার (৩২) বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি। খামারের নাম দিয়েছেন ‘তাসফিয়া ডেইরি ফার্ম’।
শুরুটা তিনটি গাভি দিয়ে
তিনটি গাভি দিয়ে খামার শুরু করেছিলেন বাবু মিয়া। বছর কয়েকের মধ্যেই সেটা বেড়ে দাঁড়ায় ৫০টির মতো গরুতে। তবে ২০২০ সালের দিকে শুরু হওয়া করোনা মহামারিতে গাভির দুধের দাম পড়ে যায়, বিপাকে পড়েন তিনি। লোকসানে পড়ে গাভিগুলো বিক্রি করে খামার কিছুদিন বন্ধও রাখেন। পরে আবার নতুন করে শুরু করেন। এবার গাভির বদলে মন দেন ষাঁড় পালনে। নিজেই খুঁজে খুঁজে সংগ্রহ করেন দেশি ও বিদেশি উন্নত জাতের বাছুর। ব্রাহামা, শাহিওয়াল, জার্সি—নানা জাতের ষাঁড়। এখন তাঁর খামারে আছে ৩০টির মতো বড় ষাঁড়, যেগুলোর ওজন ৫০০ থেকে ১ হাজার কেজি পর্যন্ত। এসব ষাঁড় প্রতিবছর কোরবানির মৌসুমে বিক্রি করেন। দামের শুরু ৫ লাখ থেকে, কিছু ষাঁড়ের দাম ১৫ লাখ টাকাও ছাড়ায়।
রাখালদের পাশাপাশি খামারটি দেখাশোনার জন্য বাবু মিয়া পালছেন চারটি বিদেশি কুকুর.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে