৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০
Published: 5th, June 2025 GMT
১. ফিলিস্তিনের জন্য মহাবিপর্যয় (আল-নাকবা) হিসেবে বিবেচিত তারিখ কোনটি?
ক. ১৩ মে
খ. ১৫ মে
গ.১৭ মে
ঘ. ১৯ মে
২. স্ক্যান্ডিনেভীয় দেশ নয় কোনটি?
ক. নরওয়ে
খ. সুইডেন
গ. ফিনল্যান্ড
ঘ. ডেনমার্ক
৩. লাওসের মুদ্রার নাম কী?
ক. ডং
খ. কিপ
গ. পেসো
ঘ. কোনোটিই নয়
৪. জাপানের গৃহীত নীতি কোনটি?
ক. চায়না প্লাস ওয়ান নীতি
খ. চায়না প্লাস টু নীতি
গ.
ঘ. চায়না মাইনাস নীতি
৫. জর্ডানের পার্লামেন্টের নাম কী?
ক. মজলিস আশ-শুরাহ
খ. মজলিস আল-উম্মাহ
গ. মজলিস ওয়াতানি ইতিহাদ
ঘ. মজলিস শুরায়ে ইসলামি
৬. ট্রাগালফার স্কয়ারের সাথে সম্পর্কযুক্ত কে?
ক. নেপোলিয়ন
খ. অ্যাডমিরাল নেলসন
গ. ওয়েলেসলি
ঘ. অ্যাডমিরাল ফার্নান্দেস
৭. ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেন কে?
ক. বিল ক্লিনটন
খ. জিমি কার্টার
গ. হেনরি কিসিঞ্জার
ঘ. জন এফ কেনেডি
৮.অপারেশন সিঁদুর সামরিক অভিযান পরিচালিত হয়েছে কোন তারিখে?
ক. ৫ মে
খ. ৬ মে
গ. ৭ মে
ঘ. ৮ মে
৯. নিচের কোন দেশ ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয়?
ক. লাওস
খ. ভিয়েতনাম
গ. ফিলিপাইন
ঘ. কম্বোডিয়া
১০. মায়া সভ্যতায় মায়ানরা মোট কয়টি ক্যালেন্ডার তৈরি করেছিল?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ১টি
১১. কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেকোনোসিদ্ধান্ত নেওয়া যায়?
ক. ৯
খ. ১১
গ. ১৫
ঘ. ১০
১২. জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর?
ক. ২ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
১৩. জি-৭ ভুক্ত দেশ নয় কোনটি?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. বেলজিয়াম
ঘ. কানাডা
১৪. কপ-৩০ অনুষ্ঠিত হবে কোন দেশে?
ক. আজারবাইজান
খ. ব্রাজিল
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. রাশিয়া
১৫. কিয়োটো প্রটোকলে Annex 1–এ কোন দেশগুলো অন্তর্ভুক্ত?
ক. শিল্পপ্রধান ৪২টি দেশ
খ. উন্নয়নশীল ২৪টি দেশ
গ. পরিবেশ দূষণকারী ৩০টি দেশ
ঘ. বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী নয় এমন দেশ
১৬. ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশনসংক্রান্ত ‘বাসেল কনভেনশন’ বাংলাদেশে অনুমোদিত হয় কত সালে?
ক.১৯৯৩
খ. ১৯৯২
গ. ১৯৯৪
ঘ. ১৯৯৫
১৭. সম্প্রতি আরব লীগের শীর্ষ সম্মেলন (২০২৫) অনুষ্ঠিত হয় কবে?
ক. মিসরে
খ. ইরাকে
গ. ইরানে
ঘ. সংযুক্ত আরব আমিরাতে
১৮. বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজ তৈরি করেছে কোন দেশ?
ক. ইরান
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ইসরায়েল
১৯. ‘কনক্লেভ’ বলতে কী বোঝায়?
ক. পোপ নির্বাচনে অংশগ্রহণকারী ভোটার
খ. পোপ নির্বাচন পরিচালক
গ. পোপ নির্বাচনের প্রক্রিয়া
ঘ. পোপ নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করেন না, তাঁদের দল
২০. ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম কী?
ক. পেহেলগাম
খ. বালাকোট
গ. মোজাফফারাবাদ
ঘ. পুলওয়ামা
মডেল টেস্ট ১০-এর উত্তর
১.খ। ২.গ। ৩.খ। ৪.ক। ৫.খ। ৬.খ। ৭.খ। ৮.গ। ৯.গ। ১০.ক।
১১.ক। ১২.গ। ১৩.গ। ১৪.খ। ১৫.ক। ১৬.ক। ১৭.খ। ১৮.ক। ১৯.গ। ২০.ক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: মজল স
এছাড়াও পড়ুন:
সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি।
আমাদের দলে যে সিদ্ধান্ত সবাইকে মানবিক কর্মকান্ডে থাকতে হবে সেই সিদ্ধান্তর মোতাবেকি কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবায় তাদের পাশে থাকতে চায়। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো মানুষের কল্যাণেই আগামী দিনে কাজ করবে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোতে আগামীতে যে দেশ পরিচালনা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে আগামী দিনের যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথমেই ৫০ লাখ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।
যে পরিবারের প্রধান তার নামেই সে ফ্যামিলি কার্ড হবে এবং নারীরা রাষ্ট্রের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
সকল পণ্যের উপরে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে সকলের জন্য খাদ্য নিশ্চিত করবে। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এর সুফল আপনারা পাবেন। শুধু তাই না হেল্প কার্ডেরও ব্যবস্থা করা হবে। বিনামূল্যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে । যাতে করে এদেশের মানুষ হাসপাতালে গেলে তাদের সঠিক চিকিৎসাটি পায়।
এই হেল্প কার্ডের মাধ্যমে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। সুতরাং আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।