বৃষ্টিস্নাত সকালে নিজ হাতে ছাতা ধরে হেঁটে ব্রিকলেনে ঘুরলেন ব্রিটিশ রাজা
Published: 5th, June 2025 GMT
ইস্ট লন্ডনের ব্রিকলেন ঘুরে গেলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সিংহাসনে বসার পর লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনের ব্রিকলেনে এটি তাঁর দ্বিতীয় সফর। তবে রাজা হওয়ার আগে ১৯৮৭ সালে প্রথমবার ব্রিকলেন সফর করেন তিনি।
বিশ্বব্যাপী প্রযুক্তি, স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গেমিং, মেটাভার্স ও ডিজিটাল উদ্ভাবনবিষয়ক এসএক্সএসডব্লিউর একটি প্রদর্শনীকে উৎসাহিত করতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ব্রিকলেনে আসেন রাজা তৃতীয় চার্লস।
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস নিজ হাতে ধরে ব্রিকলেনে ঘুরলেন। ইস্ট লন্ডন, যুক্তরাজ্য, ৫ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র কল ন
এছাড়াও পড়ুন:
৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়।
ঢাকা/আসাদ/সাইফ