‘আমারে আসামে পাঠান, আমি আসামের মানুষ, আমি আসামে যাইতে চাই। আসামে গিয়ে যদি মইরাও যাই, তাও শান্তি আছে। এহানে (এখানে) আমারে কেউ চাইতো না দেখবেরও আইতো না (দেখতে আসবে না)। আসামে আমার অনেক লোক আছে।’

বৃহস্পতিবার দুপুরে রৌমারী প্রেসক্লাবের সামনে বিলাপ করে এসব কথা বলেন পুশইনের শিকার ভারতীয় নাগরিক ফুলবানু খাতুন। তিনি সাত দিন ধরে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অবস্থান করছেন। 

ভারতীয় নাগরিক ফুলবানু খাতুন বলেন, ‘আমার মাইয়ারা (মেয়েরা), ছেলেডি (ছেলেটি) পাগল হইয়া যাইবো। আমি যদি এই দেশে (বাংলাদেশে) মরি আমারে দেখতেও পাইবোনা কেউ।’

পুশইনের শিকার ফুলবানু খাতুন (৬৫) মৃত নুর ইসলামের স্ত্রী। তিনি ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার যমুনা মোকারো থানার যমুনা মোকারো এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। 

ফুলবানু বলেন, ‘সকাল ৮-৯টার দিকে চিকিৎসার জন্য আসামের বেলে কামরুপে গিয়েছিলেন একজন ভালো চিকিৎসকের কাছে। এ সময় আমাকে দু’জন ব্যক্তি এসে বলেন, আমাদের কাছে বড় ডাক্টার (চিকিৎসক) আছে। এ কথা বলে সকাল ১১টার দিকে রাস্তা থেকে আমাকে গাড়িতে করে এনে একটি রুমে আটকে রাখা হয়। পরে ওইদিন রাতে রৌমারী সীমান্তের গেইট খুলে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আন্তর্জাতিক সীমানা পিলারের কথা বলতে পারছেন না। 

তিনি আরও জানান, ২২ বছর থেকে ভারতের আসামে চালের গুদামে শ্রমিক হিসেবে কাজ করতেন। অসুস্থতার কারণে ঠিকমত হাঁটতে পারেন না তিনি। 

বিষয়টি নিয়ে কথা হয় বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু সীমান্ত থেকে ভেতরে চলে আসছে, সেহেতু পুলিশকে খবর দেন। তারা গ্রেপ্তার করে নিয়ে যাক।’

তবে রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘সীমান্ত থেকে ৫ কিলোমিটারের মধ্যের বিষয়টি বিজিবি দেখবে। বিজিবি মামলা দিলে আমরা গ্রহণ করব।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প শইন

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ