বাংলাদেশের সংগীতাঙ্গনের অবিসংবাদিত কিংবদন্তি, পপগুরু হিসেবে খ্যাত আজম খান নেই আমাদের মাঝে দীর্ঘ ১৪ বছর। ২০১১ সালের ৫ জুন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না-ফেরার দেশে পাড়ি জমান তিনি। একাধারে মুক্তিযোদ্ধা, গায়ক, গীতিকার, সুরকার এবং সংস্কৃতির প্রতিবাদী কণ্ঠস্বর-আজম খান ছিলেন বাংলা পপ ও ব্যান্ড সংগীতের অগ্রদূত।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি, ঢাকার আজিমপুর কলোনির ১০ নম্বর সরকারি কোয়ার্টারে জন্মগ্রহণ করেন মাহবুবুল হক খান, যিনি পরে ‘আজম খান’ নামেই কিংবদন্তি হয়ে ওঠেন। তাঁর সংগীতের প্রতি ভালোবাসা জন্ম নেয় ষাটের দশকের শুরুর দিকে। তবে তাঁর জীবন নতুন মোড় নেয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। গেরিলা যোদ্ধা হিসেবে ঢাকায় বেশ কয়েকটি দুঃসাহসিক অভিযানে অংশ নিয়ে তিনি দেশমাতৃকার প্রতি নিজের দায়বদ্ধতার প্রমাণ রেখেছিলেন।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সংগীতের ভুবনে আজম খানের পদার্পণ ঘটে ১৯৭২ সালে, যখন তিনি গঠন করেন ‘উচ্চারণ’ নামক ব্যান্ডদল। তাঁর কণ্ঠে ‘হায় রে বাংলাদেশ’, ‘রেল লাইনের ওই বস্তিতে’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’ কিংবা ‘পাপড়ি কেন বোঝে না’- এসব গান হয়ে ওঠে স্বাধীন দেশে নতুন প্রজন্মের আত্মপরিচয়ের অংশ। তাঁর গানে একদিকে যেমন ছিল নাগরিক জীবনের বাস্তবতা, অন্যদিকে ছিল প্রতিবাদ, প্রেম ও মানবিকতার অগাধ প্রকাশ।

আজম খান জীবনের প্রথম কনসার্টে অংশ নিয়েছিলেন ঐতিহাসিক মধুমিতা সিনেমা হলে-এ তথ্য তাঁর বড় ভাই, বিশিষ্ট সুরকার আলম খান ২০১৫ সালে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। সেখান থেকেই শুরু হয়েছিল আজম খানের গণমুখী সংগীত-ভ্রমণ। তাঁর গান ছিল সহজ কথা ও সুরের মধ্যে গাঁথা এক গভীর জীবনচেতনার বার্তা।

বাংলাদেশে আধুনিক পপ ও ব্যান্ড সংগীতের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী এই শিল্পীকে আজও গভীর শ্রদ্ধায় স্মরণ করে সংগীতপ্রেমী জনগণ। তাঁর সৃষ্টির শক্তি, তাঁর কণ্ঠের দরাজ আহ্বান এবং জীবনের প্রতিটি পরতে জড়িয়ে থাকা দেশপ্রেম আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

আজম খান শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন এক ধারার শুরু। তাঁর প্রয়াণের ১৪ বছর পরেও তাঁর গান বাঙালির মনোজগতে তুমুলভাবে জীবন্ত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আজম খ ন আজম খ ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ