চ্যানেল আইয়ে ‘চাঁদের হাট’, আরটিভিতে ‘মুশকিল আসান কোম্পানি’; আজ আরও যা দেখবেন
Published: 7th, June 2025 GMT
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রজাপতি মন’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ঠিক বেঠিক। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘ভাঙা আয়নার গল্প’। অভিনয়ে তৌসিফ, তানজিন তিশা। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘পিঞ্জর’। অভিনয়ে নিলয়, হিমি, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা’। রাত ১১টায় টেলিফিল্ম ‘কোটি টাকার চেয়ারম্যান’। অভিনয়ে নিলয়, হিমি।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘চাঁদের হাট’। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ক্ষতিপূরণ’। অভিনয়ে ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ছোটকাকু রহস্য’। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ আফজাল হোসেন, পরিচালনায় অনিমেষ আইচ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মন মঞ্জিলে’। অভিনয়ে তৌসিফ, তটিনী।
এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘একটি পুরানো ছবি’। অভিনয়ে আবু হুরায়রা তানভীর, সামিরা খান মাহি। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘কোটিপতি’। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক ‘ডাকাইতের দল’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১১টায় একক নাটক ‘আবেগ’। অভিনয়ে জোভান, আইশা খান।
আরটিভি
বিকেল ৫০টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’। শিল্পী: রোমিও ব্রাদার্স। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘সানগ্লাস ফ্যামিলি’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টায় একক নাটক ‘লেডি যমজ’ অভিনয়ে মানসী প্রকৃতি, তন্ময় সোহেল। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান কোম্পানি।’ অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক মিস্টার নেগেটিভ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ১১টায় ধারাবাহিক নাটক কনটেন্ট অব দ্য ইয়ার। অভিনয়ে যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, ইফফাত আরা তিথি।
‘সানগ্লাস ফ্যামিলি’ নাটকের দৃশ্য.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ধ র ব হ ক ন টক ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত