মূল্যস্ফীতির চাপ কমায় সুদহার কমাল রাশিয়া, তবে তা এখনো ২০ শতাংশ
Published: 8th, June 2025 GMT
মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়ায় রাশিয়া নীতিনির্ধারণী সুদের হার ১ শতাংশ কমিয়েছে। এবারে দেশটি নীতি সুদের হার কমিয়ে ২০ শতাংশে নামিয়েছে, যা এত দিন ছিল ২১ শতাংশ। গত শুক্রবার ব্যাংক অব রাশিয়া আকাশমুখী সুদের হার কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের পরে এই প্রথম দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাল।
এদিকে কিছু অর্থনীতিবিদ রাশিয়ার নীতি সুদের হার কমানোর সিদ্ধান্তকে বাজারের জন্য একটি বিস্ময়কর ঘটনা বলে মন্তব্য করেছেন। কারণ, এই সিদ্ধান্তের পর মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের দাম পড়ে গেছে। খবর সিএনবিসির
প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতির ওপর ইতিমধ্যে তীব্র চাপ তৈরি হয়েছে এবং রাষ্ট্রীয় ব্যয় বাড়ছে। এ অবস্থায় মূল্যস্ফীতির চাপ কমে আসছে। একসময় সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূল্যস্ফীতির উচ্চহারকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছিলেন।
গত এপ্রিল মাস রাশিয়ায় মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ২ শতাংশে নেমে আসে, যা চলতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ছিল ৮ দশমিক ২ শতাংশ।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অর্থনীতি ধীরে ধীরে একটি সুষম প্রবৃদ্ধি অর্জনের পথে ফিরে আসছে। মুদ্রানীতি দীর্ঘ সময়ের জন্য কঠোর রাখা হবে, যাতে মূল্যস্ফীতি ৪ শতাংশে লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনা যায়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। কারণ যুদ্ধের জেরে মার্কিন ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের বিনিময় হার দুর্বল হয়েছে। এতে পণ্য আমদানির মূল্য বেড়েছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পরের বছরগুলোয় দেশের অর্থনীতি পুনর্নির্মাণে জোর দিতে হয়েছে।
রাশিয়ার অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ গত সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় ব্যাংককে নীতি সুদের হার কমানোর আহ্বান জানিয়েছিলেন। কারণ, বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন হ্রাসে উদ্বেগ বাড়ছে। ২০২২ ও ২০২৩ সালের গোড়ার দিকে তীব্র সংকোচনের পর রাশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির ধারায় ফিরেছে। তবে চলতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১ দশমিক ৪ শতাংশে নেমে আসে, যা গত বছরের শেষে ছিল ৪ দশমিক ৫ শতাংশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স দ র হ র কম দশম ক
এছাড়াও পড়ুন:
নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
৩০ সেপ্টেম্বর শুরু হওয়া ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপ শেষ হচ্ছে আজ। নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ট্রফির জন্য লড়বে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের জন্যই প্রথমবার শিরোপা জয়ের সুযোগ এটি। তবে ট্রফির পাশাপাশি অর্থের হাতছানিও কম নয়।
বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। ফাইনালে হেরে রানার্সআপ হওয়া দলের প্রাপ্তি চ্যাম্পিয়নের ঠিক অর্ধেক—২২ লাখ ৪০ হাজার ডলার। দুই ফাইনালিস্ট দলের মধ্যে কারা কত পায়, সেটি জানতে তাই ফাইনালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বাকি ৬ দলের কারা কত পাচ্ছে, সেই হিসাব এরই মধ্যে সম্পন্ন।
এবারের নারী বিশ্বকাপে মোট ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে আইসিসি, যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আসরে ছিল মাত্র ৩৫ লাখ ডলার। এমনকি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপেও মোট প্রাইজমানি ছিল কম—১ কোটি ডলার।
রেকর্ড অর্থ পুরস্কারের কারণে প্রতিটি দলের প্রাপ্তিও বেড়েছে। পুরস্কারগুলো মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান এবং জয়সংখ্যা। এর মধ্যে প্রথমটি সবার জন্যই সমান। অর্থাৎ বাংলাদেশ যা পাবে, চ্যাম্পিয়ন হওয়া দলও তা-ই পাবে। এই খাত থেকে বাংলাদেশ পাচ্ছে আড়াই লাখ ডলার।
আরও পড়ুনবিশ্বকাপে কেমন খেলল বাংলাদেশের মেয়েরা২৭ অক্টোবর ২০২৫টুর্নামেন্টে অবস্থানের ভিত্তিতে যে অর্থ, সেখানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অর্থের পরিমাণ তো আগেই বলা হয়েছে। অংশগ্রহণকারী অন্য ৬ দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট ১১.২০ লাখ ডলার করে, পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে। বাংলাদেশ লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। অর্থাৎ টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার।
তৃতীয় খাত জয়ের সংখ্যায়। বাংলাদেশ দল ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটিতে—পাকিস্তানের বিপক্ষে। এখান থেকে জয় বাবদ ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ।
সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ অংশগ্রহণ বাবদ আড়াই লাখ, সপ্তম হিসেবে ২.৮০ লাখ এবং এক জয় বাবদ ৩৪৩১৪ ডলার মিলিয়ে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বর্তমান মুদ্রাবাজার অনুসারে (১ ডলার= ১২২.৩২ টাকা ধরে) বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
আরও পড়ুননারী বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল চার গুণ, কোন দল কত টাকা পাবে০১ সেপ্টেম্বর ২০২৫