মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়ায় রাশিয়া নীতিনির্ধারণী সুদের হার ১ শতাংশ কমিয়েছে। এবারে দেশটি নীতি সুদের হার কমিয়ে ২০ শতাংশে নামিয়েছে, যা এত দিন ছিল ২১ শতাংশ। গত শুক্রবার ব্যাংক অব রাশিয়া আকাশমুখী সুদের হার কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের পরে এই প্রথম দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাল।

এদিকে কিছু অর্থনীতিবিদ রাশিয়ার নীতি সুদের হার কমানোর সিদ্ধান্তকে বাজারের জন্য একটি বিস্ময়কর ঘটনা বলে মন্তব্য করেছেন। কারণ, এই সিদ্ধান্তের পর মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের দাম পড়ে গেছে। খবর সিএনবিসির

প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতির ওপর ইতিমধ্যে তীব্র চাপ তৈরি হয়েছে এবং রাষ্ট্রীয় ব্যয় বাড়ছে। এ অবস্থায় মূল্যস্ফীতির চাপ কমে আসছে। একসময় সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূল্যস্ফীতির উচ্চহারকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছিলেন।

গত এপ্রিল মাস রাশিয়ায় মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ২ শতাংশে নেমে আসে, যা চলতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ছিল ৮ দশমিক ২ শতাংশ।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অর্থনীতি ধীরে ধীরে একটি সুষম প্রবৃদ্ধি অর্জনের পথে ফিরে আসছে। মুদ্রানীতি দীর্ঘ সময়ের জন্য কঠোর রাখা হবে, যাতে মূল্যস্ফীতি ৪ শতাংশে লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনা যায়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। কারণ যুদ্ধের জেরে মার্কিন ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের বিনিময় হার দুর্বল হয়েছে। এতে পণ্য আমদানির মূল্য বেড়েছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পরের বছরগুলোয় দেশের অর্থনীতি পুনর্নির্মাণে জোর দিতে হয়েছে।

রাশিয়ার অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ গত সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় ব্যাংককে নীতি সুদের হার কমানোর আহ্বান জানিয়েছিলেন। কারণ, বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন হ্রাসে উদ্বেগ বাড়ছে। ২০২২ ও ২০২৩ সালের গোড়ার দিকে তীব্র সংকোচনের পর রাশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির ধারায় ফিরেছে। তবে চলতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১ দশমিক ৪ শতাংশে নেমে আসে, যা গত বছরের শেষে ছিল ৪ দশমিক ৫ শতাংশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স দ র হ র কম দশম ক

এছাড়াও পড়ুন:

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেছিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, এ বছর সারা বাংলাদেশ থেকে ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

হাইকমিশন প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত পেশাগত উন্নয়নই নয়, ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি গড়ে উঠেছে আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের ভিত্তিতে। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ৪ ঘণ্টা আগে

আইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।

আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা২৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
  • ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)
  • ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
  • গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের স্থপতি বরখাস্
  • লিভারপুল ছেড়ে ১ হাজার কোটি টাকায় বায়ার্ন মিউনিখে লুইস দিয়াজ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ জুলাই ২০২৫)
  • আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা