ফিল্ডারদের সব থ্রোতে স্টাম্প ভাঙে না। নিশানা ঠিক রাখা সহজ কাজ নয় বলে কারও থ্রোতে স্টাম্প ভাঙলে ফিল্ডারকে বাহবা-ই দেওয়া হয়।

কিন্তু একই থ্রোতে যদি দুই পাশের স্টাম্পই কেউ ভেঙে ফেলেন! এমন অদ্ভুতুড়ে এক কাণ্ডই ঘটেছে ভারতের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে (এমপিএল)।

প্রতিযোগিতাটির গতকালের একটি ম্যাচে এক উইকেটকিপার এক থ্রোতে দুই পাশের স্টাম্পই ভেঙেছেন। এর মধ্যে এক পাশের ব্যাটার আউটও হয়েছেন।

ভারতের এই ঘটনা ফিরিয়ে এনেছে ২০২২ বিপিএলের ঘটনা। যেখানে মেহেদী হাসানের এক থ্রোতে ভেঙেছিল দুটি স্টাম্প, আউট হয়েছিলেন আন্দ্রে রাসেলও।

মহারাষ্ট্রের ঘটনাটাই আগে জানা যাক। গতকাল রাতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয় রাইগাড রয়্যালস ও পুনেরি বাপ্পা।

রাইগাড রয়্যালস ইনিংসের পঞ্চম বলে সিদ্দেশ বীর ফ্লিক করে রান নিতে দৌড় শুরু করেন। তবে উইকেটকিপার সুরজ সিন্দে বল হাতে নিয়েই থ্রো করেন। রান হবে না বুঝতে পেরে সিদ্দেশ দ্রুত পেছনে ফেরেন।

এদিকে সুরজের থ্রো স্টাম্পে আঘাত হানে। এরপর সে বলটি সোজাসুজি ক্রিজ হয়ে অপর প্রান্তের উইকেটেও আঘাত করে। রিপ্লেতে দেখা যায়, রান নিতে যিনি আগ্রহী ছিলেন সেই সিদ্দেশ বীর স্টাম্প ভাঙার আগেই পপিং ক্রিজে ঢুকতে পেরেছেন।

আরও পড়ুনক্রিকেট মাঠে গরু কী করে? কাউ কর্নার বলছে পুরো গল্প০৭ জুন ২০২৫

কিন্তু নন স্ট্রাইকে থাকা ব্যাটার হর্শ মোগাবীরা কিছুটা এগিয়ে যাওয়ার পর আর ফিরতে পারেননি। অর্থাৎ উইকেটকিপার যাকে আউট করার জন্য স্টাম্পে বল মেরেছেন, তিনি বেঁচে গেছেন। কিন্তু নিরাপদ দূরত্বে থাকা নন স্ট্রাইকারের মোগাবীরাই অপ্রত্যাশিতভাবে রানআউট হয়ে গেছেন।

একজন ফিল্ডার চাইলে এক পাশের স্টাম্প ভাঙতে পারলেও একই থ্রোতে দুই পাশের স্টাম্প ভাঙা প্রায় অসম্ভব। দুই পাশেই ভাঙে ঘটনাচক্রে। এমন অদ্ভুতুড়ে ঘটনা দেখা গিয়েছিল বিপিএলের অষ্টম আসরেও।

২০২২ সালের ২১ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকা-খুলনা টাইগার্সের মধ্যকার সেই ম্যাচে ভুক্তভোগী ছিলেন আন্দ্রে রাসেল।

২০২২ বিপিএলে আন্দ্রে রাসেলের সেই রানআউটের পরের দৃশ্য.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগে

শিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে