এক ম‌্যাচে কতো কিছুর সাক্ষী হলো টেনিস বিশ্ব। প্রত‌্যাবর্তনের দারুণ এক গল্প লিখা হলো। ফ্রেঞ্চ ওপেনের উন্মুক্ত যুগের ইতিহাসের দীর্ঘস্থায়ী ফাইনাল হলো।

র‌্যাংকিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড়ের শিরোপা লড়াই। উত্তেজনাপূর্ণ, নখ কামড়ানো মুহূর্ত, রোমাঞ্চে ঠাসা এক ম‌্যাচ দেখার সুযোগ মিলল। যেখানে মুখোমুখি হয়েছিলেন ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ইতিহাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জন্ম দিয়ে শেষ পর্যন্ত ম‌্যাচটা জিতে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন দুই নম্বর তারকা আলকারাজ।

প্যারিসের ফাইনালে ২-০ সেটে পিছিয়ে পড়া আলকারাজ টানা তিন সেট জিতে শিরোপা জিতে নেন। স্কোর লাইন: ৪-৬, ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৬। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি। ২২ বছর বয়সেই আলকারাজের ঝুলিতে জমা হয়ে গেলো ৫টি গ্র্যান্ডস্লাম শিরোপা।

আরো পড়ুন:

ক্লাব বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত জানালেন রোনালদো

প্রথমবার ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান, জর্ডান

ইয়ানিকের টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলেন আলকারাজ। ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এসে হারলেন সিনার।

ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের উন্মুক্ত যুগের আগের দীর্ঘস্থায়ী ফাইনালের রেকর্ডটি গড়েছিলেন ম্যাট ভিলেন্ডার ও গুইলের্মো ভিলাস। ১৯৮২ সালের সেই ফাইনালে দুজনের লড়াই স্থায়ী হয়েছিল ৪ ঘণ্টা ৪২ মিনিট। আজ ৫ ঘণ্টা ২৯ মিনিট লড়াই করেছেন দুই তারকা। যা ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ম্যাচ।

আলকারাজের সামনে গতকাল অনুপ্রেরণা ছিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ২০১৯ সালে উইম্বলডন ফাইনালে নোভাক জোকোভি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। প্রথমে দুই সেট পিছিয়ে থেকে আলকারাজ ধ্বংসস্তূপে আটকে গিয়েছিলেন। সেখান থেকেই শুরু প্রত‌্যাবর্তনের গল্প।

নিজের ফোরহ্যান্ডের জাদুতে তৃতীয় সেট জিতলেন। এরপর চতুর্থ সেটে ৩-৫ গেম ও ০-৪০ পয়েন্টে পিছিয়ে থেকেও রক্ষা করেন তিনটি ম্যাচ পয়েন্ট এবং নিয়ে গেলেন সেটটি টাইব্রেকে। সেখানেও ছিলেন অপ্রতিরোধ‌্য।

তুমুল প্রতিদ্বন্দ্বীতার পর পঞ্চম সেটে ম‌্যাচ গড়ায় সুপার টাইব্রেকে। অসাধারণ ফোরহ্যান্ড, দুটো অ্যাস এবং নিখুঁত কৌশলে ১০-২ ব্যবধানে শেষ করেন ম্যাচ। ফাইনাল জয়। হারিয়ে আনন্দে কোর্টে শুয়ে পড়লেন আলকারাজ।

নিজের দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন জিতলেন এই স্পেনের তারকা। এছাড়া দুটি উইম্বলডন ও একটি ইউএস ওপেন জিতেছেন ২২ বছর বয়সী আলকারাজ।

ঢাকা/ইয়াসিন/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আলক র জ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে অঝোরে বৃষ্টি, রাস্তায় পানি, আশঙ্কা পাহাড়ধসের

চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ কারণে নগরের কয়েকটি এলাকায় পানি জমে গেছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর পাঁচটার দিকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা নাগাদ বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছে।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের সড়কগুলোয় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে। ব্যস্ততম মোড়গুলোয় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশা আর রিকশাও ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। এ ছাড়া সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যেতে যেসব অভিভাবক বাইরে বের হয়েছেন, তাঁদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় পর যানবাহন পেলেও অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছোটেন।

আবহাওয়ায় অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা) চট্টগ্রামে ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমেছে। এ কে খান সি–গেট এলাকা, চট্টগ্রাম, ৩১ জুলাই, সকাল সাড়ে ১০টায় তোলা

সম্পর্কিত নিবন্ধ