কোচের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ সিকান্দার রাজার
Published: 9th, June 2025 GMT
বর্ণবৈষম্যমূলক আচরণের শিকার হয়ে স্থানীয় কোচ ব্লেসিং মাফুওয়ার বিরুদ্ধে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তি হতে পারে মাফুওয়ার। আপাতত তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওল্ড হারারিয়ানস স্পোর্টস ক্লাব মাঠে গত ১ জুনের ঘটনা সেটি। ভিগনে কাপের ম্যাচে রেইনবো ক্রিকেট ক্লাবের বিপক্ষে ওল্ড হারারিয়ানসের হয়ে খেলতে নেমেছিলেন রাজা। পাকিস্তানি বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের অভিযোগ, সেদিন ম্যাচ শেষে মাঠে ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে উদ্দেশ্য করে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেন রেইনবো ক্রিকেট ক্লাবের কোচ মাফুওয়া।
ঘটনার পূর্ণ তদন্ত দাবি করে রাজা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘দোষী প্রমাণিত হলে তাঁকে দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক, যেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কারও এমন অভিজ্ঞতার শিকার হতে না হয়।’
সেই কোচের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিকান্দার রাজা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//