২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক এক বছর। এমন দিনে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল ইকুয়েডর। বাছাইপর্বে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের টিকিট পায় তারা। এটি হবে ইকুয়েডরের ইতিহাসে পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ। 

১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইকুয়েডর। টানা তিন ম্যাচে গোলশূন্য ড্র করলেও গুরুত্বপূর্ণ এই এক পয়েন্টই তাদের সরাসরি বিশ্বকাপে তুলে দিয়েছে।

তবে পেরুর বিপক্ষে ম্যাচটি পুরো ১১ জন নিয়ে শেষ করতে পারেনি ইকুয়েডর। ৭৫তম মিনিটে এলান ফ্রাঙ্কো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ সময়টা ১০ জন নিয়েই খেলে ইকুয়েডর।

একই দিনে ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর আগের আন্তর্জাতিক উইন্ডোতে সবার আগে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এ পর্যন্ত আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ ১৩টি দল নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। দক্ষিণ আমেরিকা থেকে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। এছাড়া সরাসরি খেলা নিশ্চিত করেছে এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, ইরান, অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ড।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বক প ব ছ ই ন শ চ ত কর আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ