আর্জেন্টিনা–ব্রাজিলের পর বিশ্বকাপে ইকুয়েডর
Published: 11th, June 2025 GMT
২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক এক বছর। এমন দিনে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল ইকুয়েডর। বাছাইপর্বে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের টিকিট পায় তারা। এটি হবে ইকুয়েডরের ইতিহাসে পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ।
১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইকুয়েডর। টানা তিন ম্যাচে গোলশূন্য ড্র করলেও গুরুত্বপূর্ণ এই এক পয়েন্টই তাদের সরাসরি বিশ্বকাপে তুলে দিয়েছে।
তবে পেরুর বিপক্ষে ম্যাচটি পুরো ১১ জন নিয়ে শেষ করতে পারেনি ইকুয়েডর। ৭৫তম মিনিটে এলান ফ্রাঙ্কো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ সময়টা ১০ জন নিয়েই খেলে ইকুয়েডর।
একই দিনে ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর আগের আন্তর্জাতিক উইন্ডোতে সবার আগে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এ পর্যন্ত আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ ১৩টি দল নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। দক্ষিণ আমেরিকা থেকে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। এছাড়া সরাসরি খেলা নিশ্চিত করেছে এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, ইরান, অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ড।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ বক প ব ছ ই ন শ চ ত কর আর জ ন ট ন ব শ বক প
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।