ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। মুক্তির আগে থেকেই ধারাবাহিক নাটকটি নিয়ে উন্মাদনায় ভেসেছেন ভক্তরা। বিষয়টি টের পাওয়া গেছে প্রি-বুকিংয়ে। মুক্তির পরও আগের সব রেকর্ড ভেঙেছে বলে জানালো সংশ্লিষ্টরা। নাটকটির ওটিটি পার্টনার বঙ্গ। এতে উন্মুক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানিয়েছে, রেকর্ড ব্রেকিং ওপেনিং হয়েছে এবার! 

শতাধিক দেশ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ দেখছে দর্শকরা। এর মধ্যে পেইড ভিউজ হয়েছে ৩৫ লাখের বেশি। পেইড ওয়াচ টাইম রেকর্ড ২.

৫ কোটি মিনিট! যেমনটা এর আগে দেশের কোনও ওয়েব কনটেন্টের বেলায় ঘটেনি। এমনটাই দাবি সংশ্লিষ্টদের। এর আগে ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল অমির নির্মিত ‘ফিমেল ৪’, সেই তুলনায় এবার ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন আরও তিনগুণ বেশি সাড়া ফেলেছে।

ব্যাচেলর পয়েন্ট’র ইতিহাসে এবারই প্রথমবার দর্শকরা বঙ্গ অ্যাপে একসঙ্গে ৮টি পর্ব দেখতে পাচ্ছেন। মাত্র ৫০০ টাকায় দেখা যাবে পুরো সিজনের ১২০টি পর্ব (১৫টি চ্যাপ্টার, প্রতি মাসে এক চ্যাপ্টার)। সিজন পাস ছাড়াও দর্শকদের জন্য রয়েছে আরও দুটি প্যাকেজ—২ মাসের প্যাক (১৬টি পর্ব) মাত্র ৭৫ টাকা এবং মিনি প্যাক (৮টি পর্ব) মাত্র ৪০ টাকা। প্রসঙ্গত, ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, পারসা ইভানা, ইশতিয়াক আহমেদ রুমেল, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। 

আরো পড়ুন:

‘তাণ্ডব’-এর প্রদর্শনী বন্ধ,  ‘আপনি আছেন বন্দর নিয়ে?’ - সরকারের প্রতি নির্মাতা নিপুণের প্রশ্ন

হঠাৎ তুমুল আলোচনায় জয়া 

সিরিজটি মুক্তির আগে গত ১ জুন আয়োজিত সংবাদ সম্মেলনে কাজল আরেফিন অমি ঘোষণা দেন যে, ‘‘ঈদুল আজহার রাত থেকে একসঙ্গে ৮টি এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে আগে থেকে প্রি-বুকিং করা যাবে। নির্মাতার এই ঘোষণায় ব্যাচেলর পয়েন্ট অনুরাগীদের মধ্যে হুলস্থূল লেগে যায়। দেশ-বিদেশ থেকে দর্শকরা নাটকটি প্রি-বুক করেন। সেখান থেকেই নতুন রেকর্ড গড়ে সিরিজটি।’’

গণমাধ্যমকে কাজল আরেফিন অমি বলেন, "ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনও দেখেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের গোটা ওটিটি ইন্ডাস্ট্রির জন্যই এটি একটি অর্জন।’’

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন টক ট ভ ন টক র কর ড স জন ৫

এছাড়াও পড়ুন:

একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল

একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদা আক্তারের ছয় সন্তানের মধ্যে পাঁচজনই মারা গেল। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়ার পরপরই একটি শিশু মারা যায়। আজ সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চার নবজাতকের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার রোববার সকালে একসঙ্গে এই ছয় সন্তানের জন্ম দেন। তাঁর স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। মোকসেদা আক্তারের ননদ লিপি বেগম আজ প্রথম আলোকে বলেন, বেঁচে থাকা একমাত্র নবজাতকের অবস্থাও বেশি ভালো নয়।

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা জানিয়েছেন, মোকসেদা তিন ছেলে ও তিন মেয়েসন্তান প্রসব করেন। সন্তানেরা ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল ৬০০ থেকে ৯০০ গ্রামে মধ্যে। এ কারণে তাদের সবার অবস্থাই ছিল সংকটজনক।

আরও পড়ুনঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, নবজাতকদের অবস্থা সংকটাপন্ন২২ ঘণ্টা আগে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে আইসিইউতে পর্যাপ্ত শয্যা খালি না থাকায় তিনজনকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র নবজাতকটি বেসরকারি হাসপাতালে আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • স্মার্ট সিটি হবে চট্টগ্রাম, একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন-চসিক
  • অনলাইন জীবন আমাদের আসল সম্পর্কগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে
  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
  • প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি!
  • একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল