নড়াইলে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত
Published: 12th, June 2025 GMT
নড়াইলের কালিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়ীয়া এলাকায় কালিয়া–বড়দিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বড় কালিয়া এলাকার জাফর মুন্সী (৭০) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৬০)। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক বাবুল শরীফ। তিনিও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্ত্রী মর্জিনাকে নিয়ে বড় কালিয়া এলাকা থেকে অটোরিকশায় বড়দিয়ার দিকে যাচ্ছিলেন জাফর। পথে তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক বাবুল, যাত্রী জাফর ও তাঁর স্ত্রী মর্জিনা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জাফর ও তাঁর স্ত্রী মর্জিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাবুলকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানান নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ওই চালককে ধরতে অভিযান চলছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন