রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লুকা মডরিচের। এরই মধ্যে ক্লাবকে বিদায় বলে দিয়েছেন তিনি। সান্তিয়াগো বানার্ব্যুতে শেষ ম্যাচও খেলে ফেলেছেন। রিয়ালের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায়ী ভাষণ দিয়েছেন ক্রোয়াট মিডফিল্ডারও।

নিয়ম অনুযায়ী, ফ্রি এজেন্ট হয়ে যাওয়া মডরিচের নতুন ক্লাবে চুক্তি করতে কোন বাধা নেই। এসি মিলান তাকে দলে নিতে চায়। ২০২৬ বিশ্বকাপে খেলার আশায় লুকাও ইতালির ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করতে চান। শর্তে এক বছরের ঐচ্ছিক চুক্তিও থাকছে।

কিন্তু ক্লাব বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ওই চুক্তিতে সই করবেন না রাশিয়া বিশ্বকাপে ফাইনাল ও কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তোলা মডরিচ। ইতালির সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লে স্পোর্টস জানিয়েছে, রিয়াল মাদ্রিদের প্রতি সম্মান জানিয়ে চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেলেও আনুষ্ঠানিক স্বাক্ষর করছেন না মডরিচ।

সংবাদ মাধ্যমটি দাবি করেছে, এসি মিলানে চুক্তি সম্পন্ন করার আগে মডরিচের মেডিকেল সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সেটি তিনি আপাতত স্থগিত করেছেন। সম্প্রতি এসি মিলানের সঙ্গে যোগাযোগের বিষয়ে কথাও বলেছেন তিনি। কিন্তু চুক্তির বিষয়ে চুপ ছিলেন। রিয়ালের ক্লাব বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত চুক্তিতে সই করবেন না এই তারকা।

এরই মধ্যে এসি মিলান ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ডাচ মিডফিল্ডার তিজানি রেজেন্ডার। মিলানে ওই জায়গা পূরণ করবেন ৪০ বছরের পথে থাকা মডরিচ। মিলানের নতুন কোচ হয়েছেন ম্যাক্সিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি বায়ার লেভারকুসেনের সুইস মিডফিল্ডার গ্রানিত সাকাকে দলে নেওয়ার চেষ্টা করছেন। ফ্রেঞ্চ মিডফিল্ডার আন্দ্রে রাবিওটকে চাইলেও তা আপাতত ঝুলে আছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ক মডর চ ফ টবল দলবদল ফ ফ ক ল ব ব শ বক প ব শ বক প মডর চ

এছাড়াও পড়ুন:

নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস কাছ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং আটজন নারী। 

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আরো পড়ুন:

গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

আটকরা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।

বিজিবি জানিয়েছে, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ওই ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যান। মুম্বাই শহরে পুরুষ দুজন রাজমিস্ত্রি হিসেবে এবং নারী আটজন গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ। গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/সাজু/রফিক

সম্পর্কিত নিবন্ধ