Prothomalo:
2025-09-19@08:21:07 GMT

আমের মৌসুমে সরগরম ফলমুন্ডী

Published: 13th, June 2025 GMT

২ / ৮ট্রাক থেকে নামানো হচ্ছে আম

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সরগরম ক্যাম্পাস, আরও ৪ প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন সরগরম। আজ বৃহস্পতিবার দিনভর একের পর এক প্যানেল ঘোষণা করে বিভিন্ন ছাত্রসংগঠন। ছাত্রদল, ছাত্রশিবির ও বাম ধারার পর বিকেলে আরও চার সংগঠনের প্যানেল প্রকাশ করা হয়।

বিকেল সাড়ে চারটায় ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র আন্দোলন। চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবদুর রহমান। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ আবদুর রহমান। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করবেন আরবি সাহিত্যের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম।

আরও পড়ুনচাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা, আছেন হিন্দুধর্মাবলম্বী প্রার্থীও৭ ঘণ্টা আগে

ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হলে যেকোনো পরিবর্তন সম্ভব। শিক্ষার্থীদের সম্মিলিত দাবির মুখে অবশেষে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানকার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। প্রতিদিনের শাটল ট্রেন ও পরিবহন–সংকট, আবাসনসংকট, সেশনজট, ল্যাব ও গবেষণা সুবিধার সীমাবদ্ধতা, প্রশাসনিক দুর্নীতি, পর্যাপ্ত চিকিৎসা ও নিরাপত্তাহীনতা শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যাম্পাসজীবন কঠিন করে তুলেছে। এ ছাড়া মাদক, সন্ত্রাস ও সহিংসতা ক্যাম্পাসে ভয়ংকর রূপ নিয়েছে। এসব সংকট সমাধানে একটি গণমুখী, শিক্ষার্থীবান্ধব ছাত্র সংসদ অপরিহার্য।

আরও পড়ুনচাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে লড়বেন দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন৯ ঘণ্টা আগেস্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন

বিকেল পাঁচটায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে প্যানেল ঘোষণা করা হয়। চাকসু নির্বাচনে সংগঠন হিসেবে অংশ নিচ্ছে না গণতান্ত্রিক ছাত্রসংসদ। মাহফুজুর রহমান স্বতন্ত্রভাবেই নির্বাচন করছেন। তিনি ভিপি পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাহফুজুর রহমানের প্যানেল থেকে জিএস পদে লড়বেন ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আর এম রশীদুল হক। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক ছিলেন। সম্প্রতি তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এই প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করবেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের জান্নাতুল ফেরদৌস।

স্বতন্ত্র শিক্ষার্থী জোটে শীর্ষ পদে নারী প্রার্থী

আজ সন্ধ্যায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরাও প্যানেল ঘোষণা করেন। তাঁদের প্যানেলের নাম ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’। এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন সংগঠনের সদস্যসচিব ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবির বিন জাবেদ।

জিএস পদে নির্বাচন করবেন পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী চৌধুরী তাসনিম জাহান। আর এজিএস পদে আছেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পলাশ দে। ক্যাম্পাসের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে এ প্যানেল ঘোষণা করেন স্যাডের চট্টগ্রামের মুখপাত্র পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জগলুল আহমেদ।

‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র আন্দোলন। আজ চাকসু ভবনের সামনে

সম্পর্কিত নিবন্ধ

  • সরগরম ক্যাম্পাস, আরও ৪ প্যানেল ঘোষণা