ছুটিতে গিয়ে শ্রমিকেরা পেলেন চাকরিচ্যুতির খবর, গাজীপুরে ১১ দফা দাবিতে আন্দোলন
Published: 14th, June 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অবস্থিত বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান বিবিএস কেব্লস লিমিটেডের শ্রমিকেরা ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ শনিবার সকাল ৯টা থেকে তিন শতাধিক শ্রমিক কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাঁরা কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবিগুলো উপস্থাপন করেন।
শ্রমিকদের অভিযোগ, গত পবিত্র ঈদুল ফিতরের পর ১৮ জন ও ঈদুল আজহার পর ১২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছুটিতে থাকার সময় তাঁরা চাকরিচ্যুত হওয়ার খবর পান। শ্রমিকদের দাবি, শ্রম আইন লঙ্ঘন করে এই ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে অন্য শ্রমিকেরাও আন্দোলনে অংশ নেন। শ্রমিকেরা জানান, ছাঁটাইয়ের ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিক মো.
মো. আকরাম হোসেন নামের অপর শ্রমিক বলেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করে দাবি পূরণের আহ্বান জানানো হয়েছে। তাঁরা অনতিবিলম্বে কারখানা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে সমাধান চান।
শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে—শ্রমিক ইউনিয়ন গঠনের অনুমতি, নিয়োগপত্র প্রদান, স্থায়ী আইডি কার্ড প্রদান, প্রতিবছর ইনক্রিমেন্ট, প্রোডাকশন বোনাস, হাজিরা বোনাস, প্রতিবছরের অবশিষ্ট ছুটির অর্থ প্রদান, শ্রম আইন লঙ্ঘন করে কোনো শ্রমিককে ছাঁটাই না করা, নাইট বিল প্রদান, মেডিকেল ছুটি, শ্রমিকের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ।
এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) মো. আমিনুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন কেটে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, ‘মালিক পক্ষকে ডাকা হয়েছে। তারা এলে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল