‘রুচি তৈরি করে সিন্ডিকেট, দর্শক শুধু কাদামাটি’, কেন লিখলেন পরিচালক উজ্জ্বল
Published: 14th, June 2025 GMT
‘বনলতা সেন’ নামে নতুন একটি ছবি বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। ছবিটির কেন্দ্রীয় চরিত্র বনলতা সেন হয়েছেন ‘আয়নাবাজি’ ও ‘তুফান’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা মাসুমা রহমান নাবিলা। এর আগে এই পরিচালক ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামে একটি ছবি বানিয়েছেন। এবারের ঈদে তিনি ‘চুপকথা’ শিরোনামের একটি নাটক বানিয়ে কয়েক বছর পর আবার নাটক নির্মাণে ফিরেছেন। আজ শনিবার নিজের ফেসবুক পোস্টে বর্তমান সময়ের বিনোদন অঙ্গন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছেন নির্মাতা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বনলতা সেন’ বানিয়ে মহা অপরাধ করে ফেলেছেন! তিনি এ–ও লিখেছেন, ‘মূর্খের হাতে টাকাপয়সা চলে গেছে, সময় একেবারেই সুশিক্ষার অনুকূলে নেই।’
মাসুদ হাসান উজ্জ্বলের ‘চুপকথা’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। নিজের পরিচালিত নাটক নিয়ে আট বছর পর নির্মাণে ফেরা মাসুদ হাসান উজ্জ্বল জানালেন, ‘বনলতা সেন’ নির্মাণ শেষ করে বাক্স বন্দী করে রেখেছেন। তিনি লিখেছেন, ‘সিনেমা বানানোর সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মনে হয়, এই সিনেমাটা বানিয়ে মহা অপরাধ করে ফেলেছি, যেমন জীবনানন্দ দাশ অপরাধ করেছিলেন কবিতা লিখে। অবস্থাদৃষ্টে মনে হয় শিক্ষিত, রুচিশীল মানুষ অসম্ভব নিম্নমানের এই দেশে। কেবল দেশে নয়—সারা পৃথিবীতে।’
মাসুদ হাসান উজ্জ্বল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে