বিএনপি নেতার হামলায় সনাতনীদের অনুষ্ঠান পণ্ডের অভিযোগ
Published: 14th, June 2025 GMT
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী খেতুরী ধামে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলনমেলা ও আলোচনা সভা স্থানীয় বিএনপির এক নেতার হামলায় পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা কমিটি।
রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির আহ্বায়ক উপেন্দ্রনাথ মণ্ডল।
তিনি জানান, শুক্রবার প্রায় ১২ হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। কিন্তু অনুষ্ঠানের আগের দিন বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে হামলা করেন। তারা মন্দিরে তালা মেরে অনুষ্ঠান আয়োজনের কাজ বন্ধ করে দেন। তারা খেতুরী ধামের ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্র পাল ও হিন্দু আদিবাসী সনাতনের সদস্য সহদেব কুমার পান্নাকে মারধর করে তাঁকে মন্দির থেকে বের করে দেন। এ সময় ভয়ে মন্দির থেকে চলে যান ভক্তরা। ফলে নিরাপত্তাজনিত কারণে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলনমেলা অনুষ্ঠান স্থগিত করা হয়।
উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, এ ঘটনার পর তারা ভীত হয়ে পড়েন। ঝামেলার ভয়ে থানায় মামলা করেননি। তবে জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা এহসানুল কবির টুকু সমকালকে বলেন, ‘হামলার মতো কোনো ঘটনাই সেখানে ঘটেনি। আমার বিরুদ্ধে তারা এমন অভিযোগ করছেন জানি না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী জেলার সভাপতি প্রণয় কুমার দাস (আলোক মাস্টার), বৈষ্ণব সৎ সংঘ গোদাগাড়ী উপজেলার সাধারণ সম্পাদক সহদেব কুমার পান্না, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা কমিটির সদস্য মলিন সরদার প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ অন ষ ঠ ন ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ