নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভায় হামলার হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। 

জামায়াতের নেতাদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় হামলা হয়। জামায়াতের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

কাছারি বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

সুনামগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, নারীসহ আহত ১০

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে গহরদী এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে হামলা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোতাহার হোসেন বলেন, “আজ বিকেলে জামায়াতে ইসলামীর গণসংযোগ চলছিল। গহরদি বাদশার বাড়ি এলাকার পথসভায় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।” 

তিনি আরো বলেন, “স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে হামলা হয়।” 

নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, “বিনা উস্কানিতে হামলা চালিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহজাহান শিকারীর মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আহত ন ত কর ম র য় ব এনপ ইসল ম র

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ