নেতানিয়াহুকে আরেকটি যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়া উচিত নয় আমেরিকার। এমন মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ইরানের ওপর অবৈধ একতরফা আক্রমণের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এতে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।

স্যান্ডার্স ইরানের ওপর ইসরায়েলের হামলার বিষয়ে স্পষ্টতই উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে ‘বিপজ্জনক ও বেপরোয়া কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এর মাধ্যমে আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করা হয়েছে বলেও মনে করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা এড়াতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

স্যান্ডার্স বলেন, শুক্রবার ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বোমা হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাটি পারমাণবিক কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে। যদিও এর মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছিল। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন তিনি।

বিশেষভাবে উল্লেখ করেন, এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটল, যখন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা চলছে। স্যান্ডার্সের এই মন্তব্যগুলো ডেমোক্রেটিক দলের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন ঘটায়, বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি এবং গাজার মানবিক পরিস্থিতি নিয়ে। খবর দ্য ডনের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ম র ক ন য ক তর ষ ট র ইসর য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ