আজ বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রেবাবার বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। আপনার বাবার সাথে দিনটি কীভাবে কাটাবেন এবং স্মরণীয় করে তুলবেন তা নিয়ে যদি আপনি দ্বিধাগ্রস্ত থাকেন তাহলে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। 

একসাথে খাবার তৈরি করুন
একসাথে খাবার প্রস্তুত করুন তা হোক বারবিকিউ , বিকালের নাশতা অথবা বাবার প্রিয় কোনো খাবার। খাবার তৈরি করতে করতে গল্প করুন। পুরনো স্মৃতি রোমন্থন করুন। নিশ্চয়ই বাবার অনেক ভালো লাগবে। 

হাঁটতে বের হোন 
বাবার সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারেন।  কাছের কোনো পার্ক বা রাস্তা ধরে বাবার সঙ্গে হাঁটুন। তার সঙ্গে কথা বলুন। বাবার ভালো লাগবে।  

পারিবারিক খেলার  সময়
পুরো পরিবার উপভোগ করতে পারে এমন বোর্ড গেম, কার্ড বা ট্রিভিয়া নিয়ে আসুন। গল্প, আড্ডায় দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

পুরানো ছবিগুলি আবার দেখুন
পারিবারিক অ্যালবাম বা হোম ভিডিওগুলি একসাথে দেখুন। অতীতের স্মৃতি রোমন্থন করুন। 

দিনের ভ্রমণ বা ড্রাইভ
কাছাকাছি কোনও শহর, সমুদ্র সৈকত বা মনোরম স্থানে একটি ছোট বড় রোড ট্রিপে যান। বাবার ভালো লাগবে।

সারপ্রাইজের আয়োজন করুন
বাবার সম্মানে একটি সারপ্রাইজ লাঞ্চ বা ডিনারের আয়োজন করুন। সেখানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনদের ডাকুন। কেবল বাবা দিবস নয়, জীবনের সব ক্ষেত্রে বাবার ভূমিকা মাথায় রাখুন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ