‘পুরস্কার ঠিকই পেয়েছি কিন্তু আব্বা দেখে যেতে পারেন নাই’
Published: 15th, June 2025 GMT
শৈশবে গায়ক ইমরান মাহমুদুলের কাছে বাবা মানেই ছিল জীবনের সবকিছু। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুর মতো বাবাকে ঘিরে অনেক পরিকল্পনাও ছিল। ক্যারিয়ারে ইমরানের অনেক বড় স্বপ্নের একটি ছিল বাবাকে তাঁর অর্জন দেখানো। ছেলের সেই অর্জন কিছুটা দেখলেও ইমরানের সেরা কৃতিত্ব দেখে যেতে পারেননি তাঁর বাবা। এই আফসোস এখনো বয়ে বেড়ান এই তরুণ গায়ক।
ইমরান জানান, গানে সব সময় প্রেরণা দিতেন তাঁর বাবা মোজাম্মেল হক। বাবা চাইতেন ছেলে গান দিয়ে মানুষের ভালোবাসা পাবেন। ছেলের নাম চারদিকে ছড়িয়ে পড়বে। ছেলেকে নিয়ে বাবার কৌতূহল চোখে পড়ার মতো ছিল। বাবার সেসব কথা স্মরণ করে এই গায়ক বলেন, ‘আমি এগিয়ে যাই, এটাই বাবা সব সময় চেয়েছেন। এই সাপোর্টের মধ্যে বাবা আনন্দ পেতেন। আমি আশ্বস্ত হতাম বাবার ভালোবাসায়। বাবা একটা পরিবারের বটগাছ। এই ছায়া যত দিন থাকে, একটা সন্তানের তত দিন কোনো চিন্তা থাকে না। সেভাবেই আমি বেড়ে উঠছিলাম। সেভাবেই বাবাকে পাশে পেয়েছি।’
মা ও বাবার সঙ্গে ইমরান। ছবি: শিল্পীর সৌজন্যে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইমর ন
এছাড়াও পড়ুন:
আমির হামজা লড়বেন বিএনপির যেই প্রার্থীর সঙ্গে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
নিতাই রায় ও গয়েশ্বর রায়: বিএনপির আস্থায় দুই বেয়াই
ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক
জেলার অন্য আসনে ধানের শীষ পাওয়া প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
ঢাকা/কাঞ্চন/রাজীব