ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আরেকটি বড় ধাক্কা খেল। ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান নিহত হয়েছেন।

আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। গতকাল রোববার তিনি নিহত হন।

২০২২ সালের মাঝামাঝি কাজেমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি হোসেইন তায়েবের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তায়েবকে বরখাস্ত করা হয়েছিল।

ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, কাজেমি বহু বছর ধরে আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান ছিলেন। আইআরজিসির নিরাপত্তা ও গোয়েন্দাসংক্রান্ত বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন।

ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের তথ্য অনুসারে, কাজেমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন।

আরও পড়ুনইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধানসহ ২০ সামরিক কমান্ডার নিহত১৩ জুন ২০২৫

ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁরা হলেন হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি।

হাসান আইআরজিসির গোয়েন্দা সংস্থার উপপ্রধান ছিলেন। আর মোহসেন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, গতকাল ইসরায়েলি হামলায় কাজেমিসহ আইআরজিসির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ তিন কর্মকর্তা নিহত হয়েছেন।

আইআরজিসির বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, কাজেমি, হাসান ও মোহসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাঁরা শহীদ হয়েছেন।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, এই তিন জ্যেষ্ঠ কর্মকর্তা তেহরানে বিমান হামলায় নিহত হন।

আরও পড়ুনখামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা আটকে দেন ট্রাম্প৮ ঘণ্টা আগে

অন্যদিকে ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে এই তিন কর্মকর্তাকে হত্যা করা হয়।

বিমান হামলা চালিয়ে আইআরজিসির গোয়েন্দাপ্রধান ও উপপ্রধানকে হত্যার কথা গতকাল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘কয়েক মুহূর্ত আগে আমরা তেহরানে (আইআরজিসির) গোয়েন্দাপ্রধান ও তাঁর উপপ্রধানকে নিশানা করে হামলা চালিয়েছি। আমাদের সাহসী পাইলটেরা এখন তেহরানের আকাশে। আর আমরা (ইরানের) সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো হামলার নিশানা করছি।’

ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইআরজ স র গ য় ন দ কর মকর ত ইসর য় ল

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ