ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসি গোয়েন্দাপ্রধান কাজেমি কে ছিলেন
Published: 16th, June 2025 GMT
ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আরেকটি বড় ধাক্কা খেল। ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান নিহত হয়েছেন।
আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। গতকাল রোববার তিনি নিহত হন।
২০২২ সালের মাঝামাঝি কাজেমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি হোসেইন তায়েবের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তায়েবকে বরখাস্ত করা হয়েছিল।
ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, কাজেমি বহু বছর ধরে আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান ছিলেন। আইআরজিসির নিরাপত্তা ও গোয়েন্দাসংক্রান্ত বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন।
ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের তথ্য অনুসারে, কাজেমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন।
আরও পড়ুনইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধানসহ ২০ সামরিক কমান্ডার নিহত১৩ জুন ২০২৫ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁরা হলেন হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি।
হাসান আইআরজিসির গোয়েন্দা সংস্থার উপপ্রধান ছিলেন। আর মোহসেন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, গতকাল ইসরায়েলি হামলায় কাজেমিসহ আইআরজিসির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ তিন কর্মকর্তা নিহত হয়েছেন।
আইআরজিসির বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, কাজেমি, হাসান ও মোহসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাঁরা শহীদ হয়েছেন।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, এই তিন জ্যেষ্ঠ কর্মকর্তা তেহরানে বিমান হামলায় নিহত হন।
আরও পড়ুনখামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা আটকে দেন ট্রাম্প৮ ঘণ্টা আগেঅন্যদিকে ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে এই তিন কর্মকর্তাকে হত্যা করা হয়।
বিমান হামলা চালিয়ে আইআরজিসির গোয়েন্দাপ্রধান ও উপপ্রধানকে হত্যার কথা গতকাল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘কয়েক মুহূর্ত আগে আমরা তেহরানে (আইআরজিসির) গোয়েন্দাপ্রধান ও তাঁর উপপ্রধানকে নিশানা করে হামলা চালিয়েছি। আমাদের সাহসী পাইলটেরা এখন তেহরানের আকাশে। আর আমরা (ইরানের) সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো হামলার নিশানা করছি।’
ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইআরজ স র গ য় ন দ কর মকর ত ইসর য় ল
এছাড়াও পড়ুন:
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে মো. সাইফুদ্দিন সিএফএ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তিনি অফিসে যোগদান করেন।
এ দিন বিএসইসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (২৯ জুলাই) জারিকৃত প্রজ্ঞাপনে তাকে কমিশনার হিসেবে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়।
আরো পড়ুন:
সালভো কেমিক্যাল কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
সূচকের বড় উত্থান, হাজার কোটি ছাড়াল লেনদেন
এ দিন বিএসইসির কমিশন সভা কক্ষে কমিশনের চেয়ারম্যান, অন্যান্য কমিশনার এবং শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত কমিশনার মো. সাইফুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দেয়া স্বাগত বক্তব্যে চেয়ারম্যান নবাগত কমিশনারের পুঁজিবাজার সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং বিএসইসি ও পুঁজিবাজারে তার ইতিবাচক অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কমিশনার মো. সাইফুদ্দিন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি পুঁজিবাজার ও বাজার কাঠামোতে গঠনমূলক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল অংশীজনকে নিয়ে পেশাদারিত্বের সঙ্গে যৌথভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।পাশাপাশি, বিএসইসির কার্যক্রমকে বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনের কাছে ইতিবাচকভাবে উপস্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে পরিচিতিপর্ব শেষে উপস্থিত সবাই নবাগত কমিশনারকে স্বাগত জানান।
সাইফুদ্দিন দেশের অন্যতম শীর্ষ ব্রোকার হিসেবে পরিচিত। ২০০১ সালে তিনি আইডিএলসি ফাইন্যান্সে কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সাল থেকে আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের সদস্য।
ঢাকা/এনটি/বকুল