ডাকসু নির্বাচনকে বানচালের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সোমবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জরুরি এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বানচাল করার জন্য এবং শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভয় দেখানের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।”

আরো পড়ুন:

৩৬ জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণাসহ ১৩ দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ

তিনি বলেন, “যারা এই ক্যাম্পাসে আগের কায়দায় ককটেল, বোমা ও লাশের রাজনীতি প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিশীল করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশকে বিনষ্ট করবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের কালো হাতকে শিক্ষার্থীরা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।“

ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ওতপ্রোতভাবে লেগে আছে মন্তব্য করে করে ইয়ামিন বলেন, “ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে ফাংশন করা সম্ভব নয়। এজন্যই ডাকসু দরকার।”

এ সময় বিন ইয়ামিন জানান, ডাকসুর দাবিতে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মাহতাব ইসলাম, আরবি বিভাগের নুরুল গনি সগীর, মোহাম্মদ মহিউদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের ইয়াসিন আরাফাতসহ আরও কয়েকজন অবস্থান করছেন। বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থী, এবং বিভিন্ন অধিকারভিত্তিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে সংহতি জানিয়েছে।

মোহাম্মদ মাহতাব ইসলাম বলেন, “গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আমরা চেয়েছিলাম ছাত্রদের কর্তৃক বাস্তবায়িত হবে। প্রশাসন ছাত্রদের হয়ে কাজ করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডাকসু দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা বলব প্রশাসনের ডাকসু দেওয়ার সাহস নেই। তাদের এই ক্যাম্পাসে থাকারো কোনো অধিকার নেই।”

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ব চনক র জন য

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ