নিজে ২০০ করার চেষ্টা করবেন, নাজমুলের কাছেও ডাবল সেঞ্চুরির আশা মুশফিকের
Published: 17th, June 2025 GMT
সেঞ্চুরি ছুঁয়েছিলেন নাজমুল হোসেন। কিন্তু মুশফিকুর রহিমের উচ্ছ্বাস যেন ছাড়িয়ে গেল তাঁকেও। সতীর্থের তিন অঙ্ক ছুতে পারার আনন্দে দুই হাত ছড়িয়ে উদ্যাপন করতে দেখা গেল মুশফিককে। গল টেস্টের প্রথম দিনের পর সংবাদ সম্মেলনে এসেও মুশফিকের কণ্ঠে সতীর্থের আরও বড় অর্জন উদ্যাপন করতে চাওয়ার সুর।
নাজমুলের সঙ্গে মুশফিকের অপরাজিত ২৪৭ রানের জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। নাজমুল ১৩৬ ও মুশফিক অপরাজিত আছেন ১০৫ রানে। কাল তাঁরা বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।
খুব স্বাভাবিকভাবেই দুজনের কাছে আগামীকাল আরও বড় কিছুর আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। আরও নির্দিষ্ট করে বললে, দুজনের কাছেই ডাবল সেঞ্চুরি চাইবেন বাংলাদেশের সমর্থকেরা। আরও বড় কিছু করার আশা মুশফিকেরও, সঙ্গে নাজমুলের কাছ থেকেও ডাবল সেঞ্চুরি চান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বললেন, ‘এটা ভালো লাগার বিষয় যে যেখানে আমি শেষ করেছিলাম (গলে), মানুষের প্রত্যাশা অনুযায়ী ওই জায়গা থেকে শুরু করতে পেরেছি। চেষ্টা থাকবে নিজেরটা (ইনিংস) যত বড় করতে পারি। আর শান্তর (নাজমুল) যেহেতু এখনো একটাও ডাবল সেঞ্চুরি নেই, তো অবশ্যই ২০০ কেন নয়? ২০০-২৫০ যতটুকু করতে পারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’
আরও পড়ুনগলে ফিরলেন পুরোনো মুশফিক, জাগলেন নতুন নাজমুল২ ঘণ্টা আগেনাজমুলের সেঞ্চুরির পর নিজের এমন উদ্যাপনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুশফিক বলেছেন, ‘এটা স্বাভাবিক, কেউ একটা বড় অর্জন করলে এটা সেলিব্রেট করতেই হবে। আর অবশ্যই আমার ওপরে আরও দায়িত্ব বেশি সিনিয়র খেলোয়াড় হিসেবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড বল স ঞ চ র
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।