বহুবার এমন ছবি পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে দেখাদেখি তাঁর সমর্থকেরাও এমন ছবি পোস্ট করা শুরু করেছেন। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছে যে খালি গায়ের অমন ছবি দেখলেই মনে পড়তে পারে, আরে ছবিটি তো রোনালদোর মতো!

পর্তুগিজ কিংবদন্তি আসলে এমন ছবিকে নিজের ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন। কিন্তু কথায় কথায় আসল কথাটাই এখনো বলা হয়নি। যে ছবির কথা বলা হচ্ছে, সে কেমন ছবি?

ছবিটি এতক্ষণে দেখে ফেলেছেন। এ লেখার ওপরেই আছে সেই ছবি। খালি গায়ে নিজের জিমে দাঁড়িয়ে রোনালদো। দুই হাত শক্ত করে একটু সামনে এনে শরীরের পেশির ভাঁজগুলো দেখাচ্ছেন। পেটের পেশির ভাঁজগুলোও স্পষ্ট। চল্লিশ বছর বয়সেও নিজের অবিশ্বাস্য ফিটনেস বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়ার ‘ট্রেডমার্ক’ ছবি এটি।

কয়েক বছর হলো রোনালদোর এমন ‘ট্রেডমার্ক’ ছবিতে যোগ দিয়েছে তাঁর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। বাবার পাশে দাঁড়িয়ে সে–ও একইভাবে বাবাকে অনুকরণ করে। ভাবছেন, একটি ছবি কীভাবে গোটা বিশ্ব দেখবে? সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অনুসারীর সংখ্যা ১০০ কোটির বেশি।

বাবার সঙ্গে ক্রিস্টিয়ানো জুনিয়রকে প্রায়ই এভাবে দেখা যায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ