১. নিচের দেশগুলোর মধ্যে কোনটি পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে কখনো স্বাক্ষর করেনি?
ক. জার্মানি
খ. উত্তর কোরিয়া
গ. দক্ষিণ সুদান
ঘ. চীন
উত্তর: গ. দক্ষিণ সুদান (ভারত, ইসরায়েল, পাকিস্তান এবং দক্ষিণ সুদান কখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি। উত্তর কোরিয়া ২০০৩ সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসে।)

২. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
ক.

রাফায়েল মারিয়ানো গ্রোসি
খ. ইউকিয়া আমানো
গ. মোহাম্মদ এল বারাদি
ঘ. সিগভার্ড একলান্ড
উত্তর : ক. রাফায়েল মারিয়ানো গ্রোসি

৩. এমআই-৬ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. ফ্রান্স
উত্তর: খ. যুক্তরাজ্য (পুরো নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস—SIS, যা সাধারণত এমআই-৬ নামেই পরিচিত।)

৪. AWACS এর পূর্ণরূপ কী?
ক. Airborne Warning And Control System
খ. Airborne Weapons And Combat System
গ. Advanced Weaponry And Communication System
ঘ. Air Warfare And Command System
উত্তর: ক. Airborne Warning And Control System

৫. ২০২৪ সালে ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন কে?
ক. ড. জেন গুডাল
খ. গ্রেটা থুনবার্গ
গ. ডেভিড অ্যাটেনবারো
ঘ. বান কি মুন
উত্তর: ঘ. বান কি মুন

৬. স্থায়ী সালিসি আদালতের সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি?
ক. তিমুর-লেস্তে
খ. ফিজি
গ. আর্মেনিয়া
ঘ. আফগানিস্তান
উত্তর: গ. আর্মেনিয়া

৭. ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’ অনুযায়ী লিঙ্গসমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক. ১৮তম
খ. ২৪তম
গ. ৩২তম
ঘ. ৩৮তম
উত্তর: খ. ২৪তম

৮. ২০২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ী দল কোনটি?
ক. ভারত
খ. অস্ট্রেলিয়া
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. নিউজিল্যান্ড
উত্তর: গ. দক্ষিণ আফ্রিকা

৯. ইসরায়েলের বন্দরনগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত?
ক. ভূমধ্যসাগর
খ. আরব সাগর
গ. কৃষ্ণসাগর
ঘ. লোহিত সাগর
উত্তর: ক. ভূমধ্যসাগর

১০. নিচের কোন দেশটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত নয়?
ক. সৌদি আরব
খ. বাহরাইন
গ. ইয়েমেন
ঘ. ইরাক
উত্তর: গ. ইয়েমেন (পারস্য উপসাগরে আটটি দেশের উপকূল রয়েছে: বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।)

১১. ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র/প্রধান পারমাণবিক গবেষণাকেন্দ্র কোনটি?
ক. পারচিন
খ. ফর্দো
গ. খোনদাব
ঘ. নাতানজ
উত্তর : ঘ. নাতানজ

১২. রাসায়নিক অস্ত্র উৎপাদন, ব্যবহার, মজুতকরণ এবং হস্তান্তর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে কোন চুক্তি?
ক. CWC
খ. CBD
গ. BWC
ঘ. CTBT
উত্তর : ক. CWC (CWC—Chemical Weapons Convention)

১৩.  ‘পুসকাস অ্যাওয়ার্ড’ কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
ক. সাহিত্য  
খ. সাংবাদিকতা
গ. সংগীত
ঘ. ক্রীড়া  
উত্তর: ঘ. ক্রীড়া (ফুটবল)

১৪. MERCOSUR কোন অঞ্চলে প্রতিষ্ঠিত?
ক. ইউরোপ
খ. দক্ষিণ আমেরিকা
গ. মধ্য এশিয়া
ঘ. আফ্রিকা
উত্তর: খ. দক্ষিণ আমেরিকা (দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য ব্লক)

১৫. ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক. কানাডা
খ. জার্মানি
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তর : ক. কানাডা

১৬. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
খ. জনপ্রশাসন মন্ত্রণালয়
গ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঘ. পরিকল্পনা মন্ত্রণালয়
উত্তর: ঘ. পরিকল্পনা মন্ত্রণালয়

১৭. ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কী?
ক. অপারেশন ট্রু প্রমিজ
খ. অপারেশন রাইজিং লায়ন
গ. অপারেশন আয়রন শিল্ড
ঘ. অপারেশন সাইলেন্ট রেইডার
উত্তর : খ. অপারেশন রাইজিং লায়ন (১৩ জুন, ২০২৫)

১৮. ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড’ কোন দেশের সামরিক বাহিনীর শাখা?
ক. ইয়েমেন
খ. মিসর
গ. ইরান
ঘ. আফগানিস্তান
উত্তর : গ. ইরান

১৯. সোনামসজিদ স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
ক. শিবগঞ্জ
খ. গোমস্তাপুর
গ. নাচোল
ঘ. ভোলাহাট
উত্তর: ক. শিবগঞ্জ

২০. ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বর্তমানে শীর্ষ মেসেজিং অ্যাপ কোনটি?
ক. এক্সচ্যাট
খ. মেসেঞ্জার
গ. হোয়াটসঅ্যাপ
ঘ. টেলিগ্রাম
উত্তর: গ. হোয়াটসঅ্যাপ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ১০ম গ্রেডভুক্ত ‘অফিসার (জেনারেল)’ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (৫ম তলা, এক্সাম হল-০২)।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা–

১. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর, বই, কাগজ, মুঠোফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ বা ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

৪. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৭ সেপ্টেম্বর দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১১ অক্টোবর অফিসার (জেনারেল) পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এই পদে তিনজনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ