১. নিচের দেশগুলোর মধ্যে কোনটি পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে কখনো স্বাক্ষর করেনি?
ক. জার্মানি
খ. উত্তর কোরিয়া
গ. দক্ষিণ সুদান
ঘ. চীন
উত্তর: গ. দক্ষিণ সুদান (ভারত, ইসরায়েল, পাকিস্তান এবং দক্ষিণ সুদান কখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি। উত্তর কোরিয়া ২০০৩ সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসে।)

২. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
ক.

রাফায়েল মারিয়ানো গ্রোসি
খ. ইউকিয়া আমানো
গ. মোহাম্মদ এল বারাদি
ঘ. সিগভার্ড একলান্ড
উত্তর : ক. রাফায়েল মারিয়ানো গ্রোসি

৩. এমআই-৬ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. ফ্রান্স
উত্তর: খ. যুক্তরাজ্য (পুরো নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস—SIS, যা সাধারণত এমআই-৬ নামেই পরিচিত।)

৪. AWACS এর পূর্ণরূপ কী?
ক. Airborne Warning And Control System
খ. Airborne Weapons And Combat System
গ. Advanced Weaponry And Communication System
ঘ. Air Warfare And Command System
উত্তর: ক. Airborne Warning And Control System

৫. ২০২৪ সালে ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন কে?
ক. ড. জেন গুডাল
খ. গ্রেটা থুনবার্গ
গ. ডেভিড অ্যাটেনবারো
ঘ. বান কি মুন
উত্তর: ঘ. বান কি মুন

৬. স্থায়ী সালিসি আদালতের সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি?
ক. তিমুর-লেস্তে
খ. ফিজি
গ. আর্মেনিয়া
ঘ. আফগানিস্তান
উত্তর: গ. আর্মেনিয়া

৭. ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’ অনুযায়ী লিঙ্গসমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক. ১৮তম
খ. ২৪তম
গ. ৩২তম
ঘ. ৩৮তম
উত্তর: খ. ২৪তম

৮. ২০২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ী দল কোনটি?
ক. ভারত
খ. অস্ট্রেলিয়া
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. নিউজিল্যান্ড
উত্তর: গ. দক্ষিণ আফ্রিকা

৯. ইসরায়েলের বন্দরনগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত?
ক. ভূমধ্যসাগর
খ. আরব সাগর
গ. কৃষ্ণসাগর
ঘ. লোহিত সাগর
উত্তর: ক. ভূমধ্যসাগর

১০. নিচের কোন দেশটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত নয়?
ক. সৌদি আরব
খ. বাহরাইন
গ. ইয়েমেন
ঘ. ইরাক
উত্তর: গ. ইয়েমেন (পারস্য উপসাগরে আটটি দেশের উপকূল রয়েছে: বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।)

১১. ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র/প্রধান পারমাণবিক গবেষণাকেন্দ্র কোনটি?
ক. পারচিন
খ. ফর্দো
গ. খোনদাব
ঘ. নাতানজ
উত্তর : ঘ. নাতানজ

১২. রাসায়নিক অস্ত্র উৎপাদন, ব্যবহার, মজুতকরণ এবং হস্তান্তর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে কোন চুক্তি?
ক. CWC
খ. CBD
গ. BWC
ঘ. CTBT
উত্তর : ক. CWC (CWC—Chemical Weapons Convention)

১৩.  ‘পুসকাস অ্যাওয়ার্ড’ কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
ক. সাহিত্য  
খ. সাংবাদিকতা
গ. সংগীত
ঘ. ক্রীড়া  
উত্তর: ঘ. ক্রীড়া (ফুটবল)

১৪. MERCOSUR কোন অঞ্চলে প্রতিষ্ঠিত?
ক. ইউরোপ
খ. দক্ষিণ আমেরিকা
গ. মধ্য এশিয়া
ঘ. আফ্রিকা
উত্তর: খ. দক্ষিণ আমেরিকা (দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য ব্লক)

১৫. ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক. কানাডা
খ. জার্মানি
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তর : ক. কানাডা

১৬. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
খ. জনপ্রশাসন মন্ত্রণালয়
গ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঘ. পরিকল্পনা মন্ত্রণালয়
উত্তর: ঘ. পরিকল্পনা মন্ত্রণালয়

১৭. ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কী?
ক. অপারেশন ট্রু প্রমিজ
খ. অপারেশন রাইজিং লায়ন
গ. অপারেশন আয়রন শিল্ড
ঘ. অপারেশন সাইলেন্ট রেইডার
উত্তর : খ. অপারেশন রাইজিং লায়ন (১৩ জুন, ২০২৫)

১৮. ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড’ কোন দেশের সামরিক বাহিনীর শাখা?
ক. ইয়েমেন
খ. মিসর
গ. ইরান
ঘ. আফগানিস্তান
উত্তর : গ. ইরান

১৯. সোনামসজিদ স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
ক. শিবগঞ্জ
খ. গোমস্তাপুর
গ. নাচোল
ঘ. ভোলাহাট
উত্তর: ক. শিবগঞ্জ

২০. ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বর্তমানে শীর্ষ মেসেজিং অ্যাপ কোনটি?
ক. এক্সচ্যাট
খ. মেসেঞ্জার
গ. হোয়াটসঅ্যাপ
ঘ. টেলিগ্রাম
উত্তর: গ. হোয়াটসঅ্যাপ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

পৃথিবীর পাশ দিয়ে বিশাল এক গ্রহাণু ছুটে যাবে আজ

গতিশীল এই মহাবিশ্বে হাজার হাজার মাইল গতিতে ছুটে চলেছে নানা ধরনের গ্রহাণু। মাঝেমধ্যেই এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যায়। আজ বৃহস্পতিবার ‘২০২৫ এফএ২২’ নামের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে। নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, ৪৬ লাখ মাইল দূর থেকে নিরাপদে পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি।

নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির তথ্যমতে, ৪৯২ ফুটের চেয়ে বড় বিশাল গ্রহাণুটি ঘণ্টায় ২৪ হাজার মাইলের বেশি গতিতে পৃথিবীর পাশ দিয়ে ছুটে যাবে। আকারে বড় হওয়ায় প্রাথমিকভাবে গ্রহাণুটিকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়েছিল। যদিও দূরত্বের কারণে পরে ঝুঁকির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

২০২৫ এফএ২২ গ্রহাণুর দৈর্ঘ্য ৪২৭ থেকে ৯৫১ ফুটের মধ্যে বলে অনুমান করা হচ্ছে। গত মার্চে হাওয়াইয়ের একটি বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণুটি শনাক্ত করা হয়। গ্রহাণুটির গতিপথ চাঁদের কক্ষপথের অনেক বাইরে। গ্রহাণুটি খালি চোখে দেখা যাবে না। ২০৮৯ ও ২১৭৩ সালে আবার পৃথিবীর কাছাকাছি আসবে গ্রহাণুটি।

প্রসঙ্গত, গ্রহাণু কতটা ভয়ানক হতে পারে, তা নির্ভর করে তার আকার ও গতির ওপর। ছোট গ্রহাণু বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়, উল্কাপাতের সৃষ্টি করে। আকারে বড় গ্রহাণু কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে ৪৬০ ফুটের চেয়ে বড় গ্রহাণুগুলো পৃথিবীর ৭৪ লাখ কিলোমিটারের মধ্যে এলে সেগুলোকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৯ সেপ্টেম্বর ২০২৫)
  • নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়
  • পৃথিবীর পাশ দিয়ে বিশাল এক গ্রহাণু ছুটে যাবে আজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ