পর্তুগালের অন্যতম সেরা ক্লাব পোর্ত। প্রতিভার ছড়াছড়ি ক্লাবটিতে। ইউরোপের শীর্ষ লিগে ফুটবলার রপ্তানিতে শুরুর দিকেই থাকবে পর্তুগিজ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের নিয়মিত সদস্যও তারা। ওই দলের বিপক্ষে অসাধারণ কামব্যাক করে ২-১ গোলের জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। 

দলকে জেতাতে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড লিওনেল মেসি।  প্রথমার্ধের শুরুতে পিছিয়ে পড়ে মায়ামি দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে। পরেই মেসির ফ্রি কিক থেকে পাওয়া গোলে জয়ও তুলে নেয়। 

বৃহস্পতিবার রাতে ম্যাচের ৮ মিনিটে লিড নেয় পোর্ত। পেনাল্টি থেকে গোল করেন ২১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড সামু আগিহোয়া। তার ওই গোলের লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে পোর্ত। 

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে মেসি-সুয়ারেজ-বুসকেটসের ইন্টার মায়ামি। গোল করেন ২২ বছর বয়সী ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেস্কো সেগোভিয়া। এরপর ৫৪ মিনিটে অসাধারণ ফ্রি কিকে দলকে লিড এনে দেন মেসি। জয়ও তুলে নেয় মায়ামি। এ নিয়ে দুই ম্যাচে এক জয় ও এক সমতায় চার পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ইন ট র ম য় ম

এছাড়াও পড়ুন:

সূর্য কি সত্যিই জেগে উঠছে

সৌরজগতে উষ্ণতা থেকে শুরু করে ভর আর সব গ্রহের কক্ষপথের স্থিতিশীলতা দিচ্ছে সূর্য। আমাদের পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় অবস্থা তৈরির জন্য সূর্যের অবস্থান গুরুত্বপূর্ণ। তবে নাসার বিজ্ঞানীদের ধারণা, শক্তিশালী সূর্য জেগে উঠেছে। আমাদের সূর্য অপ্রত্যাশিতভাবে তার কার্যকলাপ বৃদ্ধি করতে শুরু করেছে। এতে আরও তীব্র সৌরঝড় দেখা দিতে পারে। সৌরঝড়ের কারণে নানা ভাবে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যাহত হয়।

নাসার তথ্যমতে, আমাদের সৌরজগতের মধ্যমণি সূর্য প্রায় ২০ বছর ধরে শান্ত ও দুর্বল অবস্থায় ছিল। ২০০৮ সালে সূর্যের প্রকৃতিতে আশ্চর্যজনকভাবে পরিবর্তন আসে। বিজ্ঞানীরা সেই পরিবর্তনের কারণে খুঁজে বের করার চেষ্টা করছেন। নতুন এক গবেষণায় দেখা গেছে, ২০০৮ সাল থেকে সূর্যের সৌরবায়ু বা চার্জ হওয়া কণার স্রোতের গতি, ঘনত্ব, তাপমাত্রা ও চৌম্বক ক্ষেত্রের শক্তি বাড়ছে। এতে শক্তিশালী সৌরঝড় তৈরির সুযোগ বাড়ছে। এসব ঝড় নিয়মিতভাবে পৃথিবীতে আঘাত করে। ভূ-চৌম্বকীয় ঝড়ের কারণে পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়। এই ঝড় উপগ্রহের স্বাভাবিক কাজে হস্তক্ষেপ করে বলে জিপিএসের মতো যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়।

সৌরঝড় কখন তৈরি হবে, তার সঠিক সময় ও ভবিষ্যদ্বাণী করা কঠিন। বিজ্ঞানীরা মনে করছেন, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সূর্যের বর্তমান ১১ বছরের চক্র সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে ঝড় আরও ঘন ঘন হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির প্রধান গবেষণা লেখক জেমি জ্যাসিনস্কি বলেন, সূর্য ধীরে ধীরে জেগে উঠছে। সৌর কণার বর্ধিত সংস্পর্শ মহাকাশচারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ সপ্তাহে একটি শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড়ের কারণে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবায় ব্যাপক সমস্যা দেখা যায়।

অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, সৌর কার্যকলাপের বৃদ্ধি দীর্ঘ ২২ বছরের চক্রের অংশ হতে পারে। সূর্য এখন তার রহস্যময় দুই দশকের শান্ত অবস্থা থেকে বেরিয়ে যাচ্ছে। ২০০৮ সাল থেকে সৌরবায়ুর গতি ৬ শতাংশ ও ঘনত্ব ২৬ শতাংশ বেড়েছে।

সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত নিবন্ধ