ঠাকুরগাঁওয়ের লাহিড়ী-নেকমরদ রুটে বাস চলাচল শুরু হচ্ছে
Published: 24th, June 2025 GMT
সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ‘নিরাপদ পরিবহন, নিরাপদ সড়ক’- স্লোগান সামনে রেখে সাধারণ যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলার লাহিড়ী-নেকমরদ রুটে আবারো নিয়মিত বাস চলাচল শুরু হতে যাচ্ছে।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সম্মেলনকক্ষে চূড়ান্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামীকাল বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টা থেকে লাহিড়ী-নেকমরদ রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা হবে।
আলোচনায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী, যোগাযোগ সম্পাদক কামাল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য বুলবুল, তরুণ উদ্যোক্তা ও বাস মালিক নির্ণয় চৌধুরীসহ সমিতির অন্যান্য নেতারা।
আরো পড়ুন:
ঝালকাঠিতে গ্রামীন সড়ক পুননির্মাণের দাবিতে বিক্ষোভ
নড়াইলে ভারী বৃষ্টিতে আঞ্চলিক সড়কে ধস
আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত হলো, ২৫ জুন থেকে নিয়মিত ও সময়মতো গেটলক বাস চলবে। প্রতিটি স্টপেজে নির্ধারিত সময় উল্লেখ করে বাস সময়সূচির চার্ট টানানো হবে। যাত্রী সেবার মান উন্নয়নে নেয়া হবে নতুন উদ্যোগ। সচেতনতা কার্যক্রম চালানো হবে নিরাপদ বাহন ব্যবহারে উৎসাহিত করতে এবং যাত্রীদের মাঝে প্রচার চালিয়ে বাস সেবার গুরুত্ব তুলে ধরা হবে।
উদ্যোক্তারা আহ্বান জানিয়ে বলেন, ‘‘আসুন আমরা নিরাপদ যাত্রার জন্য বাস সার্ভিস ব্যবহার করি। বিপজ্জনক ও অনিরাপদ বাহন এড়িয়ে চলি।’’
ঢাকা/হিমেল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ন র পদ
এছাড়াও পড়ুন:
৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়
টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ। কাল রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগাদের ডিএল মেথডে ৫ উইকেটে হারিয়েছে শাই হোপের দল। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর আগে দুই দলের টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা কাটিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি ছিল বৃষ্টিবিঘ্নিত। প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। বৃষ্টি-বিলম্বের কারণে ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১। রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের সৌজন্যে ১০ বল আগেই জয় নিশ্চিত করে স্বাগতিকেরা।
রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজ ১২ রানের মধ্যেই হারিয়ে ফেলেছিল দুই ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইসকে। দুজনকেই উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান হাসান আলী। তিনে নামা কিসি কার্টিও বেশিক্ষণ টিকতে পারেননি, আবরার আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দলীয় ৪৮ রানে।
এরপর রাদারফোর্ডকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক হোপ। মোহাম্মদ নওয়াজের বলে হোপ স্টাম্পড হন তিনি ((৩৫ বলে ৩২)। নওয়াজ পরের ওভারে ফেরান রাদারফোর্ডকেও (৩৩ বলে ৪৫)। ১০৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে বাকি পথে আর বিপদে পড়তে দেননি চেজ ও গ্রিভস। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৭২ বলে ৭৭ রান যোগ করে ম্যাচের সমাপ্তি টানেন তাঁরা। চেজ ৪৭ বলে ৪৯ এবং গ্রিভস ৩১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৩০ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হাসান নওয়াজ। হুসাইন তালাত করেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে নেন ৩ উইকেট। দিন শেষে ম্যাচসেরা অবশ্য চেজই, যিনি ৪৯ রানের অপরাজিত ইনিংসের আগে একটি উইকেটও নিয়েছেন।
২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয়ের পর গতকালের আগপর্যন্ত ৪ বার ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, জিততে পারেনি কোনেটিতেই। এই সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তান জিতেছিল ৫ উইকেট। তিন ম্যাচ সিরিজে এই মুহূর্তে ১-১ সমতা চলছে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৫ ওভারে ১৭১/৭ (নওয়াজ ৩৬*, তালাত ৩১, শফিক ২৬; সিলস ৩/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.২ ওভারে ১৮৪/৫ (চেজ ৪৯*, রাদারফোর্ড ৪৫, হোপ ৩২; নওয়াজ ২/১৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী (ডিএল মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: রোস্টন চেজ।