জাহানারার সাফল্যের মুকুটে নতুন পালক
Published: 24th, June 2025 GMT
অস্ট্রেলিয়ার সিডনিতে খেলার পাশাপাশি কোচিংয়েও হাত পাকাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। খেলোয়াড় হিসেবে ভালো করার সঙ্গে কোচিংয়েও সমানতালে ভালো করছেন। সেই স্বীকৃতি পেলেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল ২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় লেভেল ১ কোচিং কোর্স করার প্রয়োজন হয়নি। সিডনিতে নিজের ক্লাবে খেলা, কোচিং করানো এবং কোচিং কোর্স নিয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়ে নিজেদের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করেছেন জাহানারা।
আরো পড়ুন:
শাবিপ্রবিতে নারীদের নিরাপত্তার দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি
সূর্যের আলো সরাসরি শরীরে পড়লে শরীরে যা ঘটে
গত ফেব্রুয়ারিতে মানসিক স্বাস্থ্য ভালো না বলে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন জাহানারা। শুরুতে কয়েক সপ্তাহের ছুটি নিলেও পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ছুটি নেন। পরবর্তীতে দেখা যায় স্কলারপিশ নিয়ে সিডনি প্রিমিয়ার প্লেটে খেলছেন জাহানারা। মার্চে সেই লিগের খেলা শেষ হলেও এখনও সেখানে রয়ে গেছেন।
সাবেক অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাকে ক্লাব থেকে মেন্টর পদ দেওয়া হয়েছে। সেখানে কোচিং করাচ্ছেন সঙ্গে কোচিং ক্যারিয়ারে মনোযোগী হয়ে কোর্সও করছেন। বেশ দ্রুতই কোচিং কোর্সে ভালো করে স্বীকৃতি পেয়ে গেছেন।
বাংলাদেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। গত ডিসেম্বরের পর জাতীয় দলে তাকে দেখা যায়নি। এখন অস্ট্রেলিয়াতেই থিতু হয়েছেন।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।