আকিজ সিমেন্ট ও ফিড ফ্যাক্টরীর বায়ু দূষণের প্রতিবাদে মানববন্ধন
Published: 27th, June 2025 GMT
বন্দরে আকিজ সিমেন্ট ও ফিড ফ্যাক্টরীর বায়ু দূষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কদমরসুল কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
জানা গেছে,দুর্গন্ধের প্রতিকার চেয়ে মানববন্ধনেএকরামপুর,বাগবাড়ি,কবিলের মোড় এলাকার হাজার হাজার জনগন অংশ নেন।
ওই সময় বক্তারা বলেন, আকিজ সিমেন্ট এর বিষাক্ত ড্রাস্ট ও আকিজ পল্ট্রি ফিডের দূর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। এর ফলে ফুসফুসে ক্যান্সার, যক্ষা, শ্বাসকষ্ট, এলার্জি, হাঁপানি ও হৃদরোগ সহ নানা মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অনেকে।আমরা এর প্রতিকার চাই।
পল্ট্রি ফিডের দূর্গন্ধও আকিজ সিমেন্ট ফ্যাক্টরির ড্রাস্ট সরাসরি বাইরে না ছাড়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আকিজ কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আকিজের দুষনরোধে এলাকাবাসী মানব বন্ধন করার বিসয়টি আমাকে লিখিতভাবে অবগত করেছে। আকিজ কতৃপক্ষের সঙ্গে সমস্যাটি দ্রুত সমাধানের ব্যবস্থা নেয়া হচ্ছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন
রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সকালে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলী প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন।
"যে সক্রিয় লাইন আছে, সে লাইনে মাত্র ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তবে, ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন?
কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।’ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।