বেরোবিতে নোটিশ ছাড়াই ভর্তি ফি দ্বিগুণ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
Published: 30th, June 2025 GMT
নোটিশ ছাড়াই ভর্তি ফিসহ অনন্যা ফি বাড়ানোর অভিযোগ তুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ জুন) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এক আবেদনপত্রের মাধ্যমে ভর্তি ফিসহ অন্যন্যা ফি কমানোর দাবি জানান।
এতে শিক্ষার্থীরা বলেন,আমাদের ভর্তি ও ফর্ম ফিলাপের ফি কোনোরকম পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ করেই বৃদ্ধি করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর ও হতাশাজনক। অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে আগত হওয়ায় এই অতিরিক্ত ফি প্রদান করা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আরো পড়ুন:
যবিপ্রবিতে মলিকিউলার লাইফ সায়েন্সে উদ্ভাবন নিয়ে সম্মেলন
জুলাই আন্দোলন ও ধর্ম নিয়ে কটাক্ষ করে ক্ষমা চাইলেন খুবির ২ শিক্ষার্থী
তাদের দাবি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (১৬তম ব্যাচে) ভর্তি ও ফর্ম ফিলাপের ফি কমাতে হবে; অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ও ফি মওকুফের ব্যবস্থা নিতে হবে; প্রতিটি সেমিস্টারের ভর্তি ও ফর্ম ফিলাপের ফি প্রদানের সময় কমপক্ষে ৭-১০ দিন পূর্বেই টাকার পরিমাণসহ পরিষ্কারভাবে জানাতে হবে।
সানোয়ার হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বর্ধিত ফি বাড়িয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ এখানে আমরা সবাই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসছি। যে ফি বাড়ানো হয়েছে, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে বহন করা খুবই কষ্টকর। আমরা চাই এটা কমিয়ে আনা হোক।”
হিতেশ রায় নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমরা সবাই এ ধরনের হুট করে ভর্তি ফি বাড়ানোর বিরুদ্ধে অবস্থান করছি। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এভাবে ভর্তি ফি বাড়ানোকে আমরা কখনোই সমর্থন করি না। আমাদের দাবি পূর্বের যা ভর্তি ফি বহাল ছিল তাই চালু থাক। প্রয়োজন হলে আমরা মানববন্ধন করব।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য আম দ র
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫