ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

কুমিল্লার লালমাই উপজেলায় খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রয় (ওএমএস) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে পুরাতন তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার এ ঘটনার পর রাত পর্যন্ত তালা ঝুলছিল বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তালা ঝুলিয়ে দেওয়ায় নেতৃত্ব দেন লালমাই উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নোমান হোসেন ও সদস্য সচিব মো. সাদ্দাম বিন হোসাইন।  

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, লালমাই উপজেলায় বাগমারা বাজার, হরিশ্চর ও ভুশ্চি বাজারের জন্য ডিলার নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওএমএস ডিলার নিয়োগে আবেদন ক্রয়ের শেষ তারিখ ছিল ১৯ জুন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন। রোববার (২৯ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার সরেজমিনে ৮টি আবেদন যাচাই করেন এবং দোকান পরিদর্শন করেন। বিভিন্ন কারণে কয়েকজনের আবেদন বাদ পড়ে। যোগ্যদের নাম ঘোষণা করা হয়। 

তবে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কবির হোসাইন রুমন, লালমাই উপজেলার আহ্বায়ক মো. নোমান হোসেন, সদস্য সচিব মো. সাদ্দাম বিন হোসাইন বলেন, লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) রাজিব কুমার দে ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়ায় আমরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের তালা ভেঙে সাময়িকভাবে নতুন তালা লাগিয়ে দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বরাবর স্মারকলিপি দিয়েছি। মঙ্গলবার মানববন্ধনসহ কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব। সুরাহা না হওয়া পর্যন্ত তালা থাকবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) রাজিব কুমার দে বলেন, বিধি মোতাবেক সকল কাগজপত্র যাচাই বাছাই করে ডিলার চূড়ান্ত করা হয়। যারা বাদ পড়েছেন, তাদের বাদ পড়ার কারণও আছে। কিন্তু সব না জেনেই তারা অফিসে তালা দিয়েছেন। 

লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা সমকালকে বলেন, তালা দেওয়ার ঘটনা সঠিক। আমার জানামতে, ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়ার পুরো বিষয়টি স্বচ্ছতার সাথে হয়েছে। তবুও যেহেতু একটি অভিযোগ উঠেছে বিষয়টি তদন্ত করে কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পর্কিত নিবন্ধ

  • কুমিল্লায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা