চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়ার সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

বুধবার (২ জুলাই) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড.

এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, সরকার মনে করছে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হলে কার্যক্রমে শৃঙ্খলা আসবে।

তিনি বলেন, টার্মিনালে কর্মরত কারো চাকরি নিয়ে উদ্বেগের কারণ নেই। প্রয়োজনে নৌবাহিনী আগের অভিজ্ঞ অপারেটরদের সহায়তা নিতে পারবে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার বিষয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির গুজব উড়িয়ে দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা।

তিনি বলেছেন, বন্দরের বিষয়ে কোনো বিদেশি কোম্পানির সঙ্গে এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি। সরকার কখনোই জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে না। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

উপদেষ্টা নিশ্চিত করেন, আন্তর্জাতিক মানের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের (DP World) সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। এ ধরনের অংশীদারিত্ব হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে, নির্দিষ্ট মেয়াদে এবং চুক্তিভিত্তিক। এখানে সম্পূর্ণ কর্তৃত্ব ও মালিকানা থাকবে বাংলাদেশের হাতেই।

বন্দরের সক্ষমতা বৃদ্ধির দিকে নজর
উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আন্তর্জাতিক মানের অপারেটর যুক্ত হলে বন্দরের কার্যক্রমে গতি আসবে, পণ্য খালাসের সময় কমবে, বড় জাহাজ ভিড়বে, নতুন নৌ রুট চালু হবে এবং জাহাজ ভাড়াও কমে আসবে।

বর্তমানে যেখানে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং হয়, ভবিষ্যতে তা ৬ হাজারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। এতে বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়বে।

সাইফ পাওয়ারটেকের চুক্তি বহাল থাকবে
নৌপরিবহন উপদেষ্টা জানিয়েছেন, বন্দরের অন্যান্য কার্যক্রমে সাইফ পাওয়ারটেকের সঙ্গে চলমান চুক্তিগুলো অপরিবর্তিত থাকবে।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন পর বহন উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: আইটি অফিসার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।

প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগে

আবেদনের ঠিকানা

পরিচালক,

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ