বিজ্ঞাপনে, জেমসের গানে ‘সুন্দরীতমা’: কল্পনা, প্রেম নাকি বাস্তব
Published: 3rd, July 2025 GMT
ভক্তদের কাছে তিনি ‘গুরু’। গানের জগতে পদার্পণ করেছিলেন আশির দশকে। তারপর ক্রমে ক্রমে সময়ের শিলালিপিতে লিখেছেন নিজের নাম। জয় করে নিয়েছেন শ্রোতার হৃদয়। দীর্ঘদিন কোনো অ্যালবাম প্রকাশের খবর যেমন শোনা যায়নি, সেই অর্থে তেমন সাড়া জাগানো কোনো গানও আসেনি। তারপরও শ্রোতাপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কথা বলছি। ফারুক মাহফুজ আনাম থেকে জেমস হয়ে ওঠার গল্প কমবেশি সবারই জানা। প্রজন্মের পর প্রজন্মে ধ্বনিত হচ্ছেন তিনি, ধ্বনিত হচ্ছে তাঁর গান। তাঁর গানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—সবাই তাঁর গানকে আপন করে নিতে পারেন। গানের ক্ষেত্রে সচরাচর এমনটা দেখা যায় না। জেমসের অনন্যতা এখানেই। তাঁর গান সবাইকে পরশ দিয়ে যায়। তাই তো একসঙ্গে গলা মিলিয়ে তরুণেরা গেয়ে ওঠেন, ‘আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার’।
১৯৯৬ সালের ‘নগরবাউল’ অ্যালবামের গান ‘তারায় তারায় রটিয়ে দেবো’। গানটি নিয়ে জেমসের শ্রোতাদের আহ্লাদের শেষ নেই।
কোথায় পৌঁছায়নি এই গান। পাড়া–মহল্লা, কলেজ–বিশ্ববিদ্যালয়ে কনসার্ট হলে গানটা বেজে ওঠা রীতির মতো হয়ে গেছে। তা ছাড়া প্রথম প্রেমে পড়ে কিংবা দূর থেকে ভালোবেসে কিংবা কাউকে ভালো লাগলে অনেকে যেমন গেয়ে ওঠেন, ‘সুন্দরীতমা আমার…আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার’। তেমনই কেউ কেউ জিজ্ঞাসুদৃষ্টে প্রশ্ন করেন, গানের এই ‘সুন্দরীতমা’ আসলে কে?
জেমস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।