প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর নেই। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
জীনাত রেহানার পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর প্রথম জানাজা ও বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জীনাত রেহানা। মাত্র চার বছর পর ১৯৬৮ সালে বেতারে প্রচারিত হয় তাঁর কণ্ঠে গাওয়া অমর গান ‘সাগরের তীর থেকে’। গানটি শ্রোতাদের হৃদয়ে এতটাই দাগ কাটে, এখনও সেটি মানুষের মুখে মুখে ফেরে। ১৯৬৫ সালে তিনি টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। যার মধ্যে উল্লেখযোগ্য ‘একটি ফুল আর একটি পাখি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘মনে রেখো’। জীনাত রেহানা আধুনিক গানের পাশাপাশি আধ্যাত্মিক সংগীত ও শিশুতোষ গানেও সমান পারদর্শী ছিলেন। তাঁর কণ্ঠের কোমলতা ও আবেগ ছুঁয়ে গিয়েছিল প্রজন্মের পর প্রজন্ম। তাঁর এই চিরবিদায়ে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা গানের ইতিহাসে জীনাত রেহানার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।