প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর নেই। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

জীনাত রেহানার পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর প্রথম জানাজা ও বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জীনাত রেহানা। মাত্র চার বছর পর ১৯৬৮ সালে বেতারে প্রচারিত হয় তাঁর কণ্ঠে গাওয়া অমর গান ‘সাগরের তীর থেকে’। গানটি শ্রোতাদের হৃদয়ে এতটাই দাগ কাটে, এখনও সেটি মানুষের মুখে মুখে ফেরে। ১৯৬৫ সালে তিনি টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। যার মধ্যে উল্লেখযোগ্য ‘একটি ফুল আর একটি পাখি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘মনে রেখো’। জীনাত রেহানা আধুনিক গানের পাশাপাশি আধ্যাত্মিক সংগীত ও শিশুতোষ গানেও সমান পারদর্শী ছিলেন। তাঁর কণ্ঠের কোমলতা ও আবেগ ছুঁয়ে গিয়েছিল প্রজন্মের পর প্রজন্ম। তাঁর এই চিরবিদায়ে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা গানের ইতিহাসে জীনাত রেহানার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ