প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর নেই। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

জীনাত রেহানার পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর প্রথম জানাজা ও বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জীনাত রেহানা। মাত্র চার বছর পর ১৯৬৮ সালে বেতারে প্রচারিত হয় তাঁর কণ্ঠে গাওয়া অমর গান ‘সাগরের তীর থেকে’। গানটি শ্রোতাদের হৃদয়ে এতটাই দাগ কাটে, এখনও সেটি মানুষের মুখে মুখে ফেরে। ১৯৬৫ সালে তিনি টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। যার মধ্যে উল্লেখযোগ্য ‘একটি ফুল আর একটি পাখি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘মনে রেখো’। জীনাত রেহানা আধুনিক গানের পাশাপাশি আধ্যাত্মিক সংগীত ও শিশুতোষ গানেও সমান পারদর্শী ছিলেন। তাঁর কণ্ঠের কোমলতা ও আবেগ ছুঁয়ে গিয়েছিল প্রজন্মের পর প্রজন্ম। তাঁর এই চিরবিদায়ে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা গানের ইতিহাসে জীনাত রেহানার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

একই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুটি সিনেমা

স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পাচ্ছে হলিউডের দুটি বহুল প্রতীক্ষিত সিনেমা। এগুলো হলো– ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’। দুটি ছবিই আন্তর্জাতিকভাবে বেশ আলোচনায় রয়েছে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলো জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ সিরিজের সপ্তম কিস্তি। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এই সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, যিনি অভিনয় করছেন বিশেষজ্ঞ জোরা বেনেট চরিত্রে। তাঁর মিশন ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করে মানবজাতির উপকারে ব্যবহার করা।

ছবিতে আরও অভিনয় করেছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। সিনেমাটিতে বৈজ্ঞানিক থ্রিল, অ্যাকশন ও মানবিক সংকটের মিশ্রণ রয়েছে।

অন্যদিকে, ‘২৮ ইয়ারস লেটার’ ছবিটি বিখ্যাত ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় কিস্তি। ১৮ বছর পর ফিরে এসেছে এই জম্বি থ্রিলার। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মুখ্য চরিত্রে রয়েছেন মাত্র ১৪ বছর বয়সী অ্যালফি উইলিয়ামস, যিনি মায়ের চিকিৎসার জন্য জম্বি-আক্রান্ত পৃথিবীতে বেরিয়ে পড়ে। 

ছবিতে আরও রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। উল্লেখযোগ্যভাবে, এই সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে আইফোন দিয়ে।

সম্পর্কিত নিবন্ধ