জার্মানিতে দ্রুতগতির ট্রেনে হামলায় চারজন আহত
Published: 4th, July 2025 GMT
জার্মানির দক্ষিণাঞ্চলে দ্রুতগতির একটি ট্রেনে যাত্রীদের ওপর ‘বিপজ্জনক বস্তু’ দিয়ে হামলা চালানো হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে ভিয়েনাগামী একটি আইসিই ট্রেনে এই ঘটনা ঘটে। জার্মানির বায়ার্ন অঞ্চলের পুলিশ জানায়, হামলাকারী একজন যাত্রী। তিনি ট্রেনের ভেতরে কয়েকজনকে আঘাত করেন। আহতদের চোট গুরুতর না হলেও পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন।
জার্মান দৈনিক ‘বিল্ড’ জানিয়েছে, হামলায় ব্যবহৃত প্রধান অস্ত্র ছিল ‘সম্ভবত একটি কুঠার’। ঘটনার একপর্যায়ে কয়েকজন যাত্রী জরুরি ব্রেক টেনে ধরলে ট্রেনটি খোলা লাইনের মাঝখানে থেমে যায়।
পরে যাত্রীরা হামলাকারীর চারপাশ থেকে ঘেরাও করেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ট্রেনটি হামবুর্গ থেকে ছেড়ে ভিয়েনার দিকে যাচ্ছিল। পুলিশ এখনো হামলার কারণ বা হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। ঘটনাটির তদন্ত চলছে।
জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ ‘নৃশংস হামলায়’ অত্যন্ত হতবাক। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘আহত যাত্রীদের প্রতি আমাদের সহানুভূতি ও সমবেদনা রইল। যাঁরা এই ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫